Download WordPress Themes, Happy Birthday Wishes

আসবে তো তুর্কেমেনিস্তানের বিপক্ষে জয় ?

আহসান হাবীব সুমন/ক্রীড়ালোকঃ

ফেব্রুয়ারি মাসে নারীদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ । উল্লাসে মাতিয়েছে দেশকে । সেই দলের সামনে এখন নতুন চ্যালঞ্জ । যা অনেক বেশী কঠিন । কারণ বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সামনে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের বাঁধা । যা কখনোই পেরুনো হয় নি । তবে সাম্প্রতিক সময়ে সাফল্যের মধ্যে থাকা নারী ফুটবল দল বাছাই পর্বে দারুণ কিছুর প্রত্যাশা নিয়েই মাঠে নামছে ।

অনূর্ধ্ব-২০ নারীদের এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ খেলবে ‘এইচ’ গ্রুপে । যেখানে তাদের সঙ্গী ইরান আর তুর্কেমেনিস্তান । শুক্রবার (১০ মার্চ) বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে মুখোমুখি হবে তুর্কেমেনিস্তানের ।রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

ঢাকায় চলমান বাছাইয়ের প্রথম ম্যাচে তুর্কেমেনিস্তান ১-৭ গোলের বড় পরাজয় দেখেছে ইরানের কাছে । ইরানের মেয়েরা গ্রুপের হট ফেভারিট । নারীদের ফিফা র‍্যাংকিংয়ে ৬৮তম অবস্থানে ইরান । বাংলাদেশ ১৪০তম । বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ তুর্কেমেনিস্তান তুলনামুলক সহজ প্রতিপক্ষ । তাদের রাংকিং ১৩৭ ।তাই তুর্কেমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ ।

বাংলাদেশের কোচ গোলাম রাব্বানি ছোটন প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না , ‘ কোনো প্রতিপক্ষকে আমরা কখনও ছোট করে দেখি না। তুর্কমেনিস্তানও শক্তিশালী দল। তবে সাম্প্রতিক সময়ে আমাদের মেয়েরা যেমন পারফরম্যান্স উপহার দিয়েছে, তাতে আমি তাদের নিয়ে আশাবাদী। আমরা জয়ের জন্যই নামব।’

অতীতে কখনও তুর্কেমেনিস্তানের সাথে খেলে নি বাংলাদেশের নারী দল । তবে ইরানের বিপক্ষে তুর্কেমেনিস্তানের খেলা দেখেছেন কোচ ছোটন । তাঁর চোখে দলটির সেরা খেলোয়াড় গোলরক্ষক আমানবেরদিয়েভা আয়েশা । বড় হারের মায়চেও তিনি অসাধারণ কয়েকটি সেইভ করেন । নইলে ইরানের কাছে হারতে হত আরও বড় ব্যবধানে ।

বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র দুর্দান্ত ফর্মে আছেন । সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০ আসরের সেরা খেলোয়াড় আর সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন । গোলরক্ষক মনিকা চাকমা পেয়েছিলেন ‘গোল্ডেন-গ্লোভস’ । এছাড়া এই দলের স্বর্ণা আর শাহেদাদের আছে আন্তর্জাতিক ম্যাচে মুল জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা । যা কাজে লাগাবার সুযোগ থাকছে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের বাছাইয়ে ।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়ে থাকার পরও অধিনায়ক শামসুন্নাহার আশাবাদী মূল পর্বে খেলার। তিনি বলেন, ‘দুইটি দলই আমাদের চেয়ে শক্তিশালী। তারপরও আমাদের লক্ষ্য থাকবে দুইটি দলকেই হারানো।’সাফ চ্যাম্পিয়নশিপের পর আমরা বিরতির মাঝেও অনুশীলন করেছি। আমাদের ফিটনেস ভালো। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে করে আমরা পরের রাউন্ডে যেত পারি।’

শামসুন্নাহারদের পরের ম্যাচ ইরানের সঙ্গে ১২ মার্চ। সাফ ফুটবলে জাতীয় আর বয়সভিত্তিক পর্যায়ে শিরোপা জয়ের পর নারী ফুটবল নিয়ে মানুষের আস্থা বেড়েছে । এশিয়ান কাপ বাছাইয়ে শামসুন্নাহার জুনিয়রদের সামনে সেই আস্থার প্রতিদান দেয়ার সুযোগ । বাংলাদেশের মেয়েদের জন্য শুভ কামনা ।

বাংলাদেশ দলঃ রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মণ্ডল, সুরমা জান্নাত, আফেইদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন, উন্নতি খাতুন, স্বপ্না রানী, সোহাগী কিসকু, মাহফুজা খাতুন, নৌসুন জাহান, রিপা, রেহেনা আক্তার, শামসুন্নাহার জুনিয়র, হালিমা আক্তার, তৃষ্ণা রানী, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিকা তাঞ্জুম, আইরিন খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।

আহাস/ক্রী/০০৩