
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ । পোল্যান্ডের পর হারিয়েছে আর্জেন্টিনাকে ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আর্জেন্টিনা। ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ল্যাটিন দেশটিকে কোনো খাতির করেননি তুহিন তরফদাররা। আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে ৭২-২৩ পয়েন্টে জয় তুলে নিয়েছে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নামা বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের কাছে বেশ নাকানিচুবানি খেয়েছে আর্জেন্টিনা। প্রথম ২০ মিনিটে চার লোনাসহ বাংলাদেশ এগিয়ে ছিল ৪৪-৮ পয়েন্টে। নিজেদের প্রথম ম্যাচে ইরাকের সঙ্গে ভালো খেলে হেরেছিল আর্জেন্টিনা। আজ সেটাও পারেনি দলটি। সব মিলিয়ে আর্জেন্টিনার কাছ থেকে ৬ লোনা নিয়েছে বাংলাদেশ দল।
আহাস/ক্রী/০১২