Download WordPress Themes, Happy Birthday Wishes

আফগান সিরিজে পাকিস্তানের দায়িত্ব নিলেন নতুন কোচ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

মার্চের শেষ সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান । আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সব ম্যাচ । এই ভেন্যু পাকিস্তানের জন্যেও ঘরের মাঠের মতো । নিষেধাজ্ঞার কালে পাকিস্তানের হোম ভেন্যুও ছিল আমিরাত ।

ইতোমধ্যেই আফগান সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান । শাদাব খানের নেতৃত্বে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে একাধিক নতুন মুখ । বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক বাবর আজম , মোহাম্মদ রিজওয়ান আর শাহিন শাহ আফ্রিদির মতো তারকা ক্রিকেটার ।

এদিকে , আফগান সিরিজে দলের কোচ হিসেবে আবদুর রহমানকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । এছাড়া বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে উমর গুলকে । পাকিস্তানের সাবেক পেসার আফগানিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেছেন । দায়িত্ব পালন করেছেন পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবেও ।

আফগান সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তী কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফের নাম শোনা গিয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত পিসিবি বেছে নিয়ে আবদুর রহমানকে । মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচ হিসেবেই দায়িত্বে রাখা হয়েছে ।  ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ মাজিদ । 

আবদুর রহমান এক দশকের বেশী সময় ধরে কোচিং পেশায় আছেন । তিনি চলমান পিএসএল মুলতান সুলতানের সহকারী কোচ । এছাড়া , ২০২২ সালে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন । 

২০২২ সালের ডিসেম্বরে সাকলাইন মুশতাকের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে পাকিস্তানের , সেই থেকে পাকিস্তানের কোচ স্থায়ী কোচ নেই ।

স্থায়ী কোচ হিসেবে মিকি আর্থারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে পিসিবি। তাকে আবারও জাতীয় দলের দায়িত্ব দিতে চাচ্ছে পাকিস্তান। আর্থারের অধীনে ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতে নেয় পাকিস্তান। কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তান প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় মিকি আর্থারকে পত্রপাঠ বিদায় করে দেয়। সেই মিকিকেই আবার ফিরিয়ে আনার প্রতীক্ষায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ।

আগামী ২৪ মার্চ শারজাহতে শুরু হচ্ছে পাকিস্থান বনাম আফগানিস্তান সিরিজ ।

আহাস/ক্রী/০০৮