Download WordPress Themes, Happy Birthday Wishes

আফগানদের হারিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে পাকিস্তান

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

পাকিস্তানকে টানা দুই ম্যাচ হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান । যা দেশটির ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য । আফগানদের কাছে টি-টুয়েন্টি সিরিজ খুইয়ে বিব্রত পাকিস্তানের সামনে ছিল হোয়াইট ওয়াশের শংকা । যদিও ৬৬ রানে সিরিজের শেষ ম্যাচে জিতে সেই লজ্জা থেকে বেঁচেছে পাকিস্তান ।

মঙ্গলবার (২৭ মার্চ) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ২০ ওভারে সাত উইকেটে ১৮২ রান । জবাবে আফগানিস্তান ১৮.৪ ওভারে ১১৬ রানে অল আউট হয়ে যায় ।

টার্গেট তাড়ায় পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নে ইহসানুল্লাহ আর শাদাব খান । চলতি সিরিজেই অভিষেক হয়েছে ইহসানের । প্রথম দুই ম্যাচে নিয়েছিলেন তিনটি উইকেট । শেষ ম্যাচে পেয়েছেন তিনটি ।তাঁর গতি ও বাউন্সও ছিল দেখার মতো। তাঁর প্রথম বলেই চোয়াল ফাটিয়ে দিয়েছেন নজিবউল্লাহ জাদরানের। যাঁকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে।

আফগান ইনিংসে দশে নামা আজমুতুল্লাহ করেছেন সর্বোচ্চ ২১ রান । বোঝা যায় আফগান ব্যাটিংয়ের দশা ।

পাকিস্তানের সেয়ার খেলোয়াড় ছিলেন শাদাব খান । তিনি ব্যাট হাতে করেছেন ১৭ বলে পাঁচটি চারে ২৮ রান । ম্যাচের সেরাও তিনি ।

পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান এসেছে সায়েম আইয়ুবের ব্যাট থেকে । তিনি ৪০ বলের ইনিংসে মেরেছেন চারটি চার আর দুই ছক্কা ।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সিরিজে পিসিবি বিশ্রাম দেয় নিয়মিত অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ফখর জামানকে। দেশটির বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই জিতে নিল আফগানিস্তান।

আহাস/ক্রী/০০৪