Download WordPress Themes, Happy Birthday Wishes

আইপিএলের প্রভাবে কিউই স্কোয়াডে বড় পরিবর্তন

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড । আইপিএলের কারণে কিউই স্কোয়াডে নেই একাধিক নিয়মিত মুখ । নেয়া হয়েছে দুজন নতুন ক্রিকেটার । দলের নেতৃত্বে থাকবেন টম ল্যাথাম ।

নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে নিউজিল্যান্ড । দুই টেস্টের সাথে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে আর টি-টুয়েন্টি ম্যাচ । ইতোমধ্যে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড ।

টেস্ট সিরিজের পর শুরু হবে ওয়ানডে লড়াই । তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ঘোষিত স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন , টিম সাউথি আর ডেভিড কনওয়ে । এছাড়া মিচেল স্যান্টনারকেও আইপিএলের জন্য ছুটি দেয়া হয়েছে ।

ফিন অ্যালেন আর গ্লেন ফিলিপস থাকবেন প্রথম ওয়ানডে ম্যাচে । কিন্তু তারপরেই তারাও উড়াল দেবেন ভারতের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলতে । তাদের বদলে শেষ দুই ওয়ানডে ম্যাচে স্কোয়াডে যোগ হবেন বেন লিস্টার আর হেনরি নিকোলস । এছাড়া লকি ফার্গুসনকেও ছেড়ে দিতে হবে প্রথম ওয়ানডের পর । তাঁর বদলে শেষ দুই ম্যাচের স্কোয়াডে আসবেন মার্ক চ্যাপম্যান ।

এই সিরিজটি উইল ইয়াং এবং টম ব্লান্ডেলের জন্য সাদা বলের সেট-আপে প্রত্যাবর্তনের সিরিজ। ২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের পর থেকে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তারা।

আগামী ২৫,২৮ এবং ৩১ মার্চ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ।

শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, চ্যাড বোয়েস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেন লিস্টার, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

আহাস/ক্রী/০০৩