Download WordPress Themes, Happy Birthday Wishes

থামানো যাচ্ছে না বার্সেলোনাকে

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

নতুন বছরে দুর্দান্ত বার্সেলোনার জয়ের রথ ছুটছেই । অক্টোবরের শেষভাগে চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্ন মিউনিখের কাছে হারার পর থেকেই অপরাজিত কাতালানরা । বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে স্প্যানিশ লা লীগায় রিয়েল বেটিসকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা ।

লা লিগায় রিয়েল বেটিস বরাবর শক্ত প্রতিপক্ষ । বার্সার বিপক্ষে জিতলেই তারা উঠে আসত সেরা চারে । যদিও দুর্দান্ত লড়াইয়ের পরেও বার্সাকে ঠেকাতে পারে নি বেটিস । নিজেদের মাঠ বেনিতো ভিয়ামেরিন স্টেডিয়ামে হেরে ১-২ গোলে ।

বার্সেলোনার হয়ে ম্যাচে গোল করেন রবার্ট লেভেন্ডস্কি আর রাফিনিয়া । ম্যাচের শেষদিকে জুলস কুন্ডের আত্মঘাতী গোলে ব্যবধান কমে খানিকটা শংকায় পড়ে গিয়েছিল বার্সেলোনা । যদিও শেষ পর্যন্ত আর কোন বিপদ ঘটে নি ।

বার্সেলোনার জার্সিতে পোলিশ ফরোয়ার্ড লেভেন্ডস্কির গোলের সংখ্যা ১৬ ম্যাচে ১৪টি । তিনি গোলদাতা তালিকার শীর্ষে ।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা। এর মধ্যে সবশেষ ৯ ম্যাচেই জিতল টানা। আর ১৯ মাচে ৫০ পয়েন্ট নিয়ে তাদের লীগে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে ।১৯ ম্যাচে তাদের জয়ের সংখ্যা ১৬টি আর ড্র ১টি । হেরেছে শুধু এল ক্ল্যাসিকো ম্যাচে রিয়েল মাদ্রিদের কাছে ।

দ্বিতীয় স্থানে থাকা রিয়েল মাদ্রিদ ১৮ ম্যাচে পেয়েছে ৪২ পয়েন্ট । অন্যদিকে , হেরে যাওয়া বেটিস পেয়েছে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট । তারা আছে ছয়ে ।

আহাস/ক্রী/০০২