Download WordPress Themes, Happy Birthday Wishes

কি লেখা আছে এশিয়া কাপের ভাগ্যে?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবার কথা রয়েছে । পূর্ব-নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান । কিন্তু পাকিস্তানে যেয়ে ক্রিকেট খেলতে রাজী না ভারত । নিরাপত্তা ইস্যুর সাথে রাজনৈতিক দ্বন্দে পাকিস্তানে দল পাঠাতে নারাজ ভারত । যদিও সাম্প্রতিক সময়ে পাকিস্তানে আবার শুরু হয়েছে বিদেশী দলের সফর । অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড  ইংল্যান্ডসহ অনেকেই খেলে গেছে পাকিস্তানের মাটিতে । নিরাপত্তা নিয়ে কোন সমস্যা হয় নি ।

আসলে নিরাপত্তা নয় , রাজনৈতিক কারণেই ভারত সফর করতে রাজী না পাকিস্তানে । গত অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় শাহ এক সাক্ষাৎকারে জানিয়েছিল, ‘পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হলে, সে টুর্নামেন্টের কোনো ম্যাচই খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল।’

বিসিসিআই সেক্রেটারি এবং এসিসির সভাপতি জয় শাহের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পিসিবির তৎকালীন সভাপতি রমিজ রাজার। ভারত এশিয়া কাপ খেলতে না এলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারত যাবে না এমন হুমকি দেন রাজা। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড় রদবদল এসেছে, রমিজ রাজার স্থলাভিষিক্ত হয়েছে সাবেক সভাপতি নাজাম শেঠি। মসনদে বসেই এসিসির সাথে মিটিংয়ের ব্যাপারে অগ্রগতি জানালেন তিনি।

সব কিছু ঠিকঠাক থাকলে আসছে চার ফেব্রুয়ারি এসিসির বৈঠক বসবে বাহরাইনে। এর আগে অক্টোবরেই জয় শাহ পরিষ্কার জানিয়ে দেন ভেন্যু পরিবর্তন করা না হলে এশিয়া কাপে অংশ নেবে না ভারত। সেই ঘটনা ব্যাপক চটিয়ে দিয়েছিল রমিজ রাজাকে। বিভিন্ন সাক্ষাৎকারে ২০২৩ বিশ্বকাপ বয়কট করার পাশাপাশি জানান এসিসি এমন সিদ্ধান্ত নিলে ভীষণ কষ্ট পাবেন পাকিস্তানের জনগণ।

তবে নতুন সভাপতি নাজাম শেঠি খানিকটা বুদ্ধিমত্তা দেখিয়েছেন ঘটনা সামাল দিতে। টিভি সাক্ষাৎকার কিংবা সাংবাদিকদের সামনে কথা বলার চাইতে তিনি বরং চেয়েছে এসিসির মিটিংয়ে সবার সাথে ব্যাপারটা আলোচনা করতে। তিনি জানান, ‘অবশেষে এসিসি আমাদের সাথে আলোচনায় বসার চূড়ান্ত তারিখ জানিয়েছে। আগামী চার ফেব্রুয়ারি বাহরাইনে এসিসির সভায় আমি অংশ নেব। আমি এখনই কোনো সিদ্ধান্তে যাচ্ছি না। সবার সাথে আলোচনার পর পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।’

এছাড়া শেঠি এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবির ব্যাপারেও জানান। জানান ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের দেশে পাকিস্তানকে স্বাগতম জানালেও নিজেরা এশিয়া কাপের জন্য প্রতিবেশি দেশটিতে যেতে চান না। তিনি বলেন, ‘বিসিসিআই চায় আমরা যেন বিশ্বকাপে খেলি। কিন্তু তাঁরা কোনো প্রকারেই পাকিস্তানে আসতে চায় না। আমাদের কাছে এমন ঘটনা নতুন কিছু না।’

এখন দেখার বিষয় বাহরাইনের সভার পর কি সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড। বলাই বাহুল্য দুই দেশের আলোচনা ফলপ্রসূ না হলে এশিয়া কাপ এবং বিশ্বকাপ ক্রিকেট দুই টুর্নামেন্ট পড়ে যাবে হুমকির মুখে।

আহাস/ক্রী/০১০