Download WordPress Themes, Happy Birthday Wishes

১৮ বছরের আর্জেন্টাইনকে পেতে গুনতে হবে ৪০০ মিলিয়ন ইউরো !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আগামী ১০ ফেব্রুয়ারি ১৯ বছর পূর্ণ হবে লুকাস রোমানের । এই বয়সেই তাঁকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা । আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ডের জন্য চুক্তিতে বার্সা ‘রিলিজ ক্লজ’ রেখেছে ৪০০ মিলিয়ন ইউরো । যা বিশ্বরেকর্ড গড়া নেইমারের প্রায় দ্বিগুণ !

বুধবার (১৮ জানুয়ারি) আর্জেন্টিনার ফেরো ক্যাস্তিল ক্লাব থেকে রোমানকে দলে নিয়েছে বার্সেলোনা । ১৯ বছর পূর্ণ হতে চলা তরুণ রোমান আপাতত খেলবেন বার্সার ‘বি’ দলে । ২০২৬ সালের জুন পর্যন্ত বার্সার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি । এর মধ্যে রোমানকে পাকাপাকিভাবে কিনতে চাইলে অন্য কোন দলকে গুনতে হবে ৪০০ মিলিয়ন ইউরো ।

২০১৭ সালে নেইমার জুনিয়র বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন ২২০ মিলিয়ন ইউরো ট্র্যান্সফার-ফি’র বিনিময়ে । এখন পর্যন্ত রিলিজ-ক্লজ মেটাবার ক্ষেত্রে এটাই বিশ্বরেকর্ড ।

ফরোয়ার্ড হিসেবে রোম্যান আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে একটি ম্যাচ খেলেছেন ।

আহাস/ক্রী/০০১