Download WordPress Themes, Happy Birthday Wishes

সুপার কোপা যাচ্ছে কার ঘরে ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে বুধবার (১৮ জানুয়ারি) মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান আর এসি মিলান । ইটালিয়ান সুপার কোপার ট্রফি জিততে অনুষ্ঠিত হবে এই লড়াই । বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি ।

ইটালির ফুটবলে ‘মিলান ডার্বি’ বরাবর মর্যাদার । যা ইংল্যান্ডের ম্যানচেস্টার ডার্বি কিংবা স্পেনের এল-ক্ল্যাসিকোর চেয়ে কোন অংশে কম না । আর সেটা যদি হয় শিরোপার লড়াই , তাহলে তো কোন কথাই নেই । ইটালিয়ান সুপার কাপের লড়াইয়ে তাই কোন দল হারতে চাইবে না , এটা স্বাভাবিক । পরিসংখ্যান বলছে , দুই দলের ২৩৩ মোকাবেলায় এখন পর্যন্ত ইন্টার জিতেছে ৮৫ ম্যাচ আর এসি মিলান জিতেছে ৭৯টি ।

এসি মিলানের সাম্প্রতিক ফর্ম সুবিধার না । সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে তারা জয় পেয়েছে একটিমাত্র ম্যাচে । ড্র আর পরাজয় দুইটি করে । গত সপ্তাহেই তারা ইটালিয়ান কাপে তুরিনোর কাছে হেরে গেছে ০-১ গোলে । আর চলতি সপ্তাহে ড্র করে সিরি ‘এ’ ম্যাচে লিচ্চের বিপক্ষে । এই মুহূর্তে লীগ টেবিলে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এসি মিলান ।

সিরি ‘এ’ লীগে ইন্টারের অবস্থান চতুর্থ । ১৮ ম্যাচে তারা পেয়েছেন ৩৭ পয়েন্ট । সর্বশেষ ১১ ম্যাচেই তারা আছে অপরাজিত । এমনকি চলতি বছরের শুরুতে নেজ্জুরিরা লীগ টেবিলের শীর্ষে থাকা ন্যাপলিকে হারিয়েছে । চলতি সপ্তাহে জয় পেয়েছে ভেরোনার বিপক্ষে । বলা যায় , এসি মিলানের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে ইন্টার ।

ইটালিয়ান সুপার কোপায় এখন পর্যন্ত সাতবার শিরোপা জিতেছে এসি মিলান । সর্বশেষ শিরোপা এসেছে ২০১৬ সালে । আর ফাইনাল খেলেছে ২০১৮ সালে । অন্যদিকে ছয়বার শিরোপা জয়ী ইন্টার শেষবার জিতেছে ২০২১ সালে । দুই দলই হেরেছে চারটি করে ফাইনাল ।

ইন্টার মিলানের লাউতেরো মার্টিনেজ দারুণ ছন্দে আছেন । নয় গোল করে ইটালির লীগে সর্বোচ্চ গোলদাতা তিনি । আট গোল নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এসি মিলানের রাফায়েল লিয়াও । দুই দলের খেলায় আর্জেন্টিনা আর পর্তুগীজ তারকার লড়াইটাও তাই আলাদা উত্তাপ ছড়াবে , সন্দেহ নেই ।

এসি মিলানে আছেন ইব্রাহিমোভিচ , অলিভার জিরুদ , ব্রাহিম ডায়াজের মতো ফুটবলার । ইন্টারে খেলছেন হেনরি মাখাতারিয়ান আর এডিন জেকোরা । তাই দুই দলের লড়াই দারুণ উপভোগ্য হবে সন্দেহ নেই ।

আহাস/ক্রী/০০৪