Download WordPress Themes, Happy Birthday Wishes

মাঠে ফিরেই জাদেজার সাত উইকেট

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা । সম্প্রতি ইনজুরি কাটিয়ে উঠেছেন । তাঁকে রাখা হয়েছে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে । যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড ‘বিসিসিআই’ শর্ত দিয়েছে , নিজেকে ফিট প্রমাণ করতে পারলেই জাদেজা সুযোগ পাবেন অজিদের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার ।

বিসিসিআই’র দেয়া শর্ত পূরণে জাদেজা মাঠে নেমেছেন । খেলছেন ঘরোয়া আসর রঞ্জি ট্রফিতে । চেন্নাইয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে শেষ লীগ ম্যাচে সৌরাষ্ট্রের অধিনায়ক তিনি । হাঁটুর ইনজুরি কাটিয়ে প্রথমবার মাঠে ফিরে কেমন করলেন জাদেজা ?

এক কথায় অবিশ্বাস্য পারফর্মেন্স করেছেন জাদেজা । কাম-ব্যাক ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল ঘুরিয়ে নিয়েছেন সাত উইকেট । প্রথম ইনিংসে নিজেকে ফিরে পেতে একটু সময় নেয়া জাদেজা পেয়েছিলেন একটি উইকেট । ম্যাচে দুই ইনিংস মিলিয়ে জাদেজার দখলে গেছে আট উইকেট ।

গত বছর এশিয়া কাপে হাঁটুতে চোট পান জাদেজা। এরপর থেকে দলের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজের জন্য রাখা হয়েছে ফিটনেস পরীক্ষায় । রঞ্জি ট্রফির প্রথম শ্রেণীর ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা জাদেজা নিশ্চিত টিম ইন্ডিয়ার জন্য স্বস্তি এনে দিয়েছেন ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার একাই তামিলনাড়ুর ইনিংসে ধ্বস নামান জাদেজা । দ্বিতীয় ইনিংসে ১৭.১ ওভার বল করে ৫৩ রান দিয়ে তুলে নেন ৭ উইকেট। তাঁর দুর্দান্ত পারফর্মেন্সে মাত্র ১৩৩ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় তামিলনাড়ুর ।

সৌরাষ্ট্রের হয়ে প্রত্যাবর্তন ম্যাচে রবীন্দ্র জাদেজার জন্য এটা ছিল ২৯তম প্রথম-শ্রেণির পাঁচ উইকেট শিকার। পঞ্চম উইকেটে অজিত রামকে আউট করে এমন কৃতিত্ব গড়েন রবীন্দ্র জাদেজা।  ভারতীয় অল রাউন্ডার বুঝিয়ে দিলেন য,  চোটের জন্য তিনি দীর্ঘদিন বাইরে থাকতে পারেন, কিন্তু তাই বলে তার ক্রিকেটই দক্ষতার ধার কমেনি। তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি সম্পূর্ণ ফিট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেওয়ার জন্য তার সামনে আপাতত আর কোন বাধা নেই।

আহাস/ক্রী/০০৩