Download WordPress Themes, Happy Birthday Wishes

ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হারলো আর্জেন্টিনা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

কলম্বিয়ার মাটিতে চলমান অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় টানা দ্বিতীয় জয় পেয়েছে ব্রাজিল । পেরুর পর হারিয়েছে আর্জেন্টিনাকে । অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখা আর্জেন্টিনার যুবারা পড়ে গেছে কঠিন পরিস্থিতিতে । আলবেসেলেস্তেদের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা কিছুটা হলেও হয়েছে বাঁধাগ্রস্ত ।

সোমবার (২৩ জানুয়ারি) ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে । ব্রাজিল প্রথম ম্যাচে হারিয়েছিল পেরুকে । আর আর্জেন্টিনা হেরেছিল প্যারাগুয়ের কাছে ।

ক্যালি শহরের পাসকুয়েল গুরেরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৮ মিনিটেই গুলের্মো বিরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল । ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে স্যান্টস ।

আর ৮৭ মিনিটে ভিটর রকুর পেনাল্টিতে ৩-০ গোলের লিড নেয় সেলেকাও যুবারা । দুই ম্যাচে তিন গোল নিয়ে রকু আছেন গোলদাতা তালিকার শীর্ষে ।

৯০ মিনিটে আর্জেন্টিনার হয়ে সান্ত্বনার গোল করেন ম্যাক্সি গঞ্জালেজ ।

পাঁচ দলের গ্রুপ থেকে তিনটি দল যাবে পরবর্তী রাউন্ডে । আর্জেন্টিনার শেষ দুই ম্যাচ পেরু আর স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে । এই দুই ম্যাচে জয় না পেলে আর্জেন্টিনার গ্রুপ পর্ব থেকে বিদায় অনেকটাই নিশ্চিত ।

টানা দুই ম্যাচে জয় নিয়ে ব্রাজিল আছে গ্রুপের দ্বিতীয় অবস্থানে । প্যারাগুয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে । দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়া কলম্বিয়া আছে তিনে । আর্জেন্টিনা আর পেরু কোন পয়েন্ট পায়নি । পেরু আর্জেন্টিনার চেয়ে একটি ম্যাচ বেশী খেলেছে ।

আহাস/ক্রী/০০১