
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
পাকিস্তানের আপিলে পাল্টে গেছে ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ‘আইসিসি’র রায় । তাতে পাকিস্তান শাস্তি পেয়েও বেঁচে গেছে । রদ হয়েছে আইসিসি’র পূর্ব ঘোষিত রায় ।
গত ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল পাকিস্তান । সিরিজের প্রথম টেস্টে দুই দল মিলে খেলেছে ৩৮৮.৫ ওভার । রান হয়েছিল ১৭৬৮টি আর উইকেট পড়েছিল ৩৭টি !
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে সন্তুষ্ট ছিলেন না । তিনি এই বিষয়ে নিজের মতামত লিখিতভাবে পেশ করেন আইসিসি বরাবর । সেই রিপোর্ট পর্যালোচনা করে আইসিসি রাওয়ালপিন্ডির উইকেটকে ‘গড়পড়তা মানের নিচে’ বলে আখ্যা দেয় । সেই সাথে রাওয়ালপিন্ডিকে দেওয়া হয়েছিল এক ডিমেরিট পয়েন্ট।
আইসিসির এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করেছিল পাকিস্তান ক্রিকেট (পিসিবি)। তাদের আপিলের ভিত্তিতে আইসিসির মহাব্যবস্থাপক, ক্রিকেট ও আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যানের সমন্বয়ে গঠিত আইসিসি আপিল প্যানেল ম্যাচের ফুটেজ পুনরায় পর্যবেক্ষণ করে। পুনরায় পর্যবেক্ষণ করার পর নিজেদের সিদ্ধান্তে বদল এনেছে আইসিসি। ঘটনার দেড় মাস পর সোমবার (২৩ জানুয়ারি) ওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামকে দেওয়া একটি ডিমেরিট পয়েন্ট বাতিল করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
গত বছরের ১ ডিসেম্বর শুরু হয়েছিল। যে ম্যাচ দিয়ে ১৭ বছর পর পাকিস্তানে ঐতিহাসিক সফর করেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১০১ ওভারে ৬৫৭ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে সমানে সমান পাল্লা দিয়ে পাকিস্তান তুলেছিল ৫৭৯ রান।ফল এসেছে এমন ম্যাচে ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এটাই ছিল দুই দল মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড।
আহাস/ক্রী/০০৯