Download WordPress Themes, Happy Birthday Wishes

ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো রিয়েলের অবিশ্বাস্য জয়

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

মাত্র দিন তিনেক আগেই সৌদি আরবের রিয়াদে শোচনীয়ভাবে হেরে এসেছে রিয়েল মাদ্রিদ । তাও চিরপ্রতিপক্ষ বার্সেলোনার । কিং ফাহাদ স্টেডিয়ামে হারিয়েছে স্প্যানিশ সুপার কোপা জয়ের সুযোগ । সেই শোক মিটতে না মিটতে রিয়েল বিদায় নিতে বসেছিল কোপা ডেল রে থেকেও । যদিও ধ্বংসের মুখ থেকে ফিরে এসেছে বিশ্বসেরা ক্লাবটি । উঠে গেছে কোয়ার্টার ফাইনালেও ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্প্যানিশ সুপার কোপার সেরা ষোলর লড়াইয়ে রিয়েল ৩-২ গোলে হারিয়েছে ভিয়ারিয়েলকে । প্রতিপক্ষের মাঠ এল মাদ্রিগালে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে ছিল লস ব্লাংকোসরা ।

ম্যাচের ৪ মিনিটেই নিজেদের মাঠে এতিয়েনে কোপের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়েল । ৪২ মিনিটে ব্যবধান বাড়ান স্যামুয়েল চুকুয়েজি ।

প্রথমার্ধের খেলা শেষে রিয়েলের পরাজয় ধরে নিয়েছিলেন সবাই । ক্ষেপেছিলেন কোচ কার্লো আঞ্চেলত্তি । ম্যাচে শেষে বলেছেন , ‘ ম্যাচের প্রথমার্ধের খেলায় আমি প্রচণ্ড ক্ষেপেছিলাম । আমরা তাদের সাথে পারছিলাম না । ওরা বারবার আমাদের কাছ থেকে বল নিয়ে যাচ্ছিলো । গোলও করেছিল । আমি আমার ছেলেদের বলেছিলাম , এভাবে খেলা হয় না । তোমাদের ঘুরে দাঁড়াতে হবে । ‘

আঞ্চেলোত্তির কথায় অনুপ্রাণিত হয়েই বুঝি দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় রিয়েল মাদ্রিদ । গোল করেন ভিনিসিয়াস জুনিয়র , এডার মিলিতাও আর ড্যানি ক্যাবালোস । বলা যায় ধংসস্তুপের মধ্য থেকে ঘুরে দাঁড়িয়ে তারা খুঁজে নেয় কোয়ার্টার ফাইনালের পথ ।

একই দিন বার্সেলোনা ৫-০ জিতেছে তৃতীয় বিভাগের দল কুয়েটার বিপক্ষে । তারাও নাম লিখিয়েছে কোপা ডেল রে কোয়ার্টারে ।

আহাস/ক্রী/০০২