
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা নতুন ভুমিকায় । তিনি কাজ করবেন জাতীয় দলের ‘ পারফর্মেন্স মেন্টর’ হিসেবে । ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের পারফর্মেন্স উন্নয়নে সহযোগিতা করবেন তিনি ।
আগামী ফেব্রুয়ারি মাসে জিম্বাবুয়ের মাটিতে দুইটি টেস্ট ম্যাচ খেল্বে ওয়েস্ট ইন্ডিজ । ইতোমধ্যে দুই ম্যাচের সিরিজের জন্য জিম্বাবুয়ের মাটিতে পৌঁছে গেছে ক্যারিবিয়ানরা । ২৮ জানুয়ারি জিম্বাবুয়ের নির্বাচিত একাদশে বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে । প্রথম টেস্ট শুরু হবে ৪ ফেব্রুয়ারি । আর দ্বিতীয় টেস্ট ১২ ফেব্রুয়ারি । দুইটি ম্যাচই বুলায়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ।
আসন্ন জিম্বাবুয়ে সফর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে কাজ করবেন লারা । এছাড়া তিনি একাডেমী দলের সাথেও যুক্ত থাকবেন ।
২০২২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে চরম ভরাডুবি ঘটে ওয়েস্ট ইন্ডিজের । দুইবারের চ্যাম্পিয়নরা পেরুতে পারে নি প্রাথমিক পর্বের বাঁধা । স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় আসর থেকে । ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতায় গঠন করা হয় পর্যালোচনা কমিটি । যেখানে ছিলেন লারা নিজেও ।
চলতি ২০২২ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ । এই আসরকে সামনে রেখেই মুলত লারাকে নিয়োগ দেওয়া হয়েছে । লারা পরামর্শক হিসেবে কাজ করবেন কোচ জিমি এডামসের সাথে ।
ওয়েস্ট ইন্ডিজ একটা সময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে । কিন্তু বর্তমানে তারা ক্ষয়িষ্ণু শক্তি । লারা চান ক্যারিবিয়ানদের হৃত গৌরব পুনরুদ্ধার করতে ।
লারা জানিয়েছেন , ‘ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা প্রতিভাবান । আমি তাদের সাথে কথা বলেছি । আশা করছি , ক্রিকেটারদের সাহায্য করতে পারব । ‘
তিনি বলেন , ‘ বর্তমান দলের খেলোয়াড়দের মধ্যে কিছু মানসিক দুর্বলতা আছে । এটা কাটিয়ে উঠলে তারা আবার সেরা হতে পারবে । ‘
আহাস/ক্রী/০০৬