Download WordPress Themes, Happy Birthday Wishes

আল নাসেরের হারার দায় রোনালদোর !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সৌদি আরবের সুপার কাপ লড়াই থেকে ছিটকে গেছে আল নাসের । চার দলের আসরের নক আউট পর্বে আল নাসের হেরেছে আল ইত্তিহাদের কাছে । যার ফলে শেষ হয়ে গেছে আল নাসেরের সুপার কাপ জয়ের আশা । আর এই হারের দায় রোনালদোর কাঁধে চাপিয়ে বাঁচতে চাইছেন আল নাসের কোচ ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার কাপের প্রথম সেমি ফাইনালে আল নাসেরকে ১-৩ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ । ম্যাচের অধিনায়ক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো । যিনি চলতি মাসেই ২০০ মিলিয়ন বাৎসরিক বেতনে যোগ দিয়েছেন সৌদি ক্লাবে ।

ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায় ইত্তিহাদ । দুইটি গোলই এসেছে কাউন্টার এটাক থেকে । অথচ ম্যাচে তুলনামুলক আক্রমণ বেশী করেছে আল নাসের । ৬৪% বল ছিল তাদের দখলে । প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিল ১৭টি । যেখানে আল ইত্তিহাদের খেলোয়াড়দের শট ৯টি ।

ম্যাচে আল নাসের ফরোয়ার্ডরা গোলের সুযোগ মিস করেছেন । বিশেষ করে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রোনালদোর একটি দুর্দান্ত হেড ফিরিয়ে দেন ইত্তিহাদের ব্রাজিলিয়ান কিপার মার্সেলো গ্রোহে । এছাড়া ১৪ মিনিটে আল খাইবারির পাস ক্রসে পা লাগাতে পারেন নি রোনালদো । যাকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন কোচ রুডি গার্সিয়া ।

গার্সিয়া জানিয়েছেন , ‘ ম্যাচের প্রথমার্ধে আমরা ভাল খেলেছি । কিন্তু প্রথমার্ধে রোনালদো দুইটি সুযোগ নষ্ট করেছেন । ম্যাচের চালচিত্র বদলে গেছে । ‘

যদিও রোনালদোর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন গার্সিয়া সেটা অবাক করার মতো । প্রথমত আল খাইবারির ক্রস ধরার মতো পজিশনে ছিলেন না রোনালদো । বল ছিল অনেকটাই দূরে । আবার তার হেড ফিরিয়েছেন গোলরক্ষক অসাধারণ দক্ষতায় । কোন ক্ষেত্রেই রোনালদোকে দোষারোপ করার উপায় নেই । তাই গার্সিয়ার রোনালদোর কাঁধে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা বেশ হাস্যকর ।

আহাস/ক্রী/০০৭