Download WordPress Themes, Happy Birthday Wishes

আইসিসির ‘স্যার গ্যারি সোবার্স ট্রফি’ জিতলেন বাবর আজম

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ঘোষিত হয়েছে আইসিসি’র বর্ষসেরা ক্রিকেট দল আর ক্রিকেটারদের নাম । ক্রিকেটের তিন ফরম্যাটে সেরাদের নাম ঘোষণার পর অপেক্ষা ছিল ‘বর্ষসেরা’ ক্রিকেটার কে হবেন , তা জানার । সেই প্রশ্নের উত্তর মিলেছে । তিন ফরম্যাট মিলিয়ে  আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটারের ‘স্যার গ্যারি সোবার্স ট্রফি’ জিতে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ।

পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি বর্ষসেরা সম্মাননা পেলেন বাবর আজম । গত বছর পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই ট্রফি জিতেছিলেন শাহিন শাহ আফ্রিদি।

২০২২ সাল দারুণ কেটেছে বাবর আজমের । তিন সংস্করণ মিলিয়ে গত বছর ৪৪ ম্যাচে ৫৪.১২ গড়ে ২ হাজার ৫৯৮ রান করেন তিনি। আর কোনো ব্যাটসম্যান ২ হাজার রানও করতে পারেননি। বছরে ৮টি সেঞ্চুরির সঙ্গে করেন ১৭টি ফিফটি। ৬টির বেশি সেঞ্চুরি নেই আর কারও।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তান গত বছর ম্যাচ খেলেছে ৪৪টি। বাবরের নেতৃত্বে এর মধ্যে ২৩টি ম্যাচ জিতেছে তারা। নিজের ও দলের এমন পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন বাবর। বেন স্টোকস, সিকান্দার রাজা, টিম সাউদিকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন তিনি।

২০২২ সালের সেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারটাও পেয়েছেন বাবর । টানা দ্বিতীয় বছর এই স্বীকৃতি অর্জনের পথে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা, ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ, ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলেন বাবর।

২০২২ সালে ৯টি ওয়ানডে খেলেছেন বাবর আজম । সেঞ্চুরি তিনটি আর পাঁচটি হাফ সেঞ্চুরি । ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান এসেছে বাবরের ব্যাট থেকে । চোখধাঁধানো সব শটে ম্যাচ জেতানো ইনিংস খেলার ধারাবাহিকতায় ২০২১ সালের জুলাই থেকে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

বর্ষসেরা ক্রিকেটার হওয়া বাবর গত বছর টেস্টে ১ হাজার ১৮৪, ওয়ানডেতে ৬৭৯ ও টি-টোয়েন্টিতে ৭৩৫ রান করেন। টেস্টে ৪টি, ওয়ানডেতে ৩টি ও টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি হাঁকান তিনি। প্রতিপক্ষের হিসাবে সবচেয়ে বেশি রান করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের বিপক্ষে তিন ফরম্যাটে তার ব্যাট থেকে আসে ৭৩২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬৫ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে।

আহাস/ক্রী/০০৮