Download WordPress Themes, Happy Birthday Wishes

শেষ মুহূর্তে ম্যাজিক দেখালো কোরিয়া

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

এশিয়ার মাটিতে চলমান ফিফা বিশ্বকাপে এশিয়ান দেশগুলোর বিজয় কেতন উড়ছে । অস্ট্রেলিয়া আর জাপানের পর দক্ষিণ কোরিয়া নাম লিখিয়েছে বিশ্বকাপের নক আউট পর্বে । বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এশিয়ার তিনটি দল খেলবে দ্বিতীয় রাউন্ডে ।

শুক্রবার (২ ডিসেম্বর) ‘এইচ’ গ্রুপের ম্যাচে পিছিয়ে পরেও দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারিয়েছে পর্তুগালকে । অথচ ম্যাচের ৫ মিনিটের মাথায় ডান পাশ থেকে ডিয়েগো দালোতের বাড়ানো ক্রসে দারুণ এক গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। এবারের বিশ্বকাপে তিনি পর্তুগালের ৩য় খেলোয়াড় যিনি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই গোল করলেন।

সেই গোল কোরিয়া ফিরিয়ে দেয় ২৭ মিনিটে । বামদিক থেকে উড়ে আসা বল রোনালদোর পিঠে লেগে গোললাইনের সামনে পড়ে। সেটাতে কিম সেউং-গিউ টোকা দিয়ে জালে জড়ান।

৯১ মিনিটে কোরিয়া পেয়ে যায় ইতিহাস গড়া গোল । প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে ঢুকে পড়েন সন হিউং-মিন । বাড়িয়ে দেন হোয়াং হি-চ্যানের দিকে । তিনি ভুল করেন নি । তাতেই ম্যাচ জিতে যায় দক্ষিণ কোরিয়া । নাম লেখায় এশিয়ায় তৃতীয় দল হিসেবে ২০২২ সালের বিশ্বকাপ নক আউটে ।

এদিকে , দিনের আরেক ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে ঘানাকে হারিয়েও গোল ব্যবধানে বিদায় নিয়েছে ।

আহাস/ক্রী/০০৬