Download WordPress Themes, Happy Birthday Wishes

শেষ মুহূর্তে আর্জেন্টিনা স্কোয়াডে এলো দুই পরিবর্তন

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেজ আর জোয়াকুইন কোরেরা । বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আর্জেন্টিনা দল থেকে ইনজুরির কারণে তাদের প্রত্যাহার করে নেয়া হয়েছে । ইতোমধ্যে দুই তারকার পরিবর্তে দলে ডাকা হয়েছে আনহেল কোরেরা আর থিয়াগো আলমেডাকে ।

আনহেল কোরেরা চলতি মৌসুমে এথলেটিকো মাদ্রিদের হয়ে ২১ ম্যাচে চার গোল করেছেন । তিনি ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলের সদস্য ছিলেন । কিন্তু বাদ পড়েছিলেন কাতার বিশ্বকাপ থেকে ।

অন্যদিকে , আলমেডা সম্প্রতি মেজর সকারে নিজের প্রথম মৌসুম শেষ করেছেন । তিনি খেলেন আটলান্টা ইউনাইটেডে । আমেরিকান লীগের ২৯ ম্যাচে ৬ গোলের সাথে ১২ এসিস্ট করেছেন তিনি । হয়েছেন সর্বশেষ মেজর লীগের ‘সেরা নতুন মুখ’ ।

আর্জেন্টিনা দলের হয়ে আলমেডা ২০২২ সালেই অভিষিক্ত হয়েছেন । খেলেছেন হন্ডুরাসের বিপক্ষে একটিমাত্র ম্যাচ । আর আনহেল কোরেরা জাতীয় দলের জার্সিতে ২২ ম্যাচে করেছেন ৩ গোল ।

আহাস/ক্রী/০০৫