Download WordPress Themes, Happy Birthday Wishes

রাজশাহীর বিশ্বকাপ উত্তেজনায় নতুন মাত্রা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর । বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে কাতারের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের বিশ্বযুদ্ধ । কিন্তু তাতে কি । বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত ঠিকই শামিল হয়েছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় । বরাবরের মতো টেলিভিশন তো আছেই , সাথে আধুনিক প্রযুক্তির সুবিধায় জায়গায় জায়গায় বড় স্ক্রিন কিংবা মুঠোফোনে যে যার সাধ্যানুযায়ী উপভোগ করছে বিশ্বকাপ ফুটবলের শ্বাসরুদ্ধকর যুদ্ধ ।

ফুটবল জ্বরে পুরো বাংলাদেশের মতো কাঁপছে রাজশাহীও । বিভিন্ন এলাকায় উড়ছে ভক্তদের পছন্দের দলের পতাকা । রাজশাহীর ফুটবল-পাগল মানুষদের বিশ্বকাপ উন্মাদনাকে আরও বর্ণিল করতে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ । বাংলাদেশের স্বনামধন্য র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড করেছে ভ্রাম্যমান এলইডি প্যানেলে মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা । যার স্লোগান , ‘ বড় এলইডি প্যানেলে সবাই মিলে বিশ্বকাপ ফুটবল দেখি একসাথে’।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে ভ্রাম্যমান এলইডি প্যানেলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার এই আয়োজনে উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সবাই মিলে উপভোগ করেন আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলা । উপস্থিত ছিলেন রাজশাহীর শত শত ফুটবল ভক্ত । যারা উৎসবের আমেজে মাতিয়ে রাখেন পুরো চত্বর ।

উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, এরিয়া ম্যানেজার (সেলস) মোঃ রাজিবুল হামিদ উপস্থিত ছিলেন।

রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ হাফিজুর রহমান বলেন, র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বড় এলইডি প্যানেলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। একেক দিন একেক এলাকায় এই ভ্রাম্যমান এলইডি প্যানেলে মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হবে ।

এদিকে , র‍্যাংগসের এমন উদ্যোগে দারুণ খুশী রাজশাহী শহরের ফুটবল ভক্তরা । প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে তাদের মধ্যে যে সাড়া দেখা গেছে , তাতে মনে হচ্ছে শহরের বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে চলেছে র‍্যাংগসের উদ্যোগ

আহাস/০০৩