Download WordPress Themes, Happy Birthday Wishes

বিশ্বকাপের সবচেয়ে দামী ম্যানেজার কে ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

যে কোন খেলার প্রাণ স্কোয়াডের খেলোয়াড়রা । তারাই লড়াই করে দলকে জেতান । তবে সেই দলকে এক সুতায় গাথেন একজন কোচ বা ম্যানেজার । যিনি থাকেন সাফল্যের নেপথ্য কারিগর । হয়ত খেলোয়াড়দের তুলনায় তারা কিছু আলোচনার বাইরেই থাকেন । কিন্তু তাদের গুরুত্ব সম্পর্কে কারো কোন দ্বিমত নেই । বিশ্বের অনেক কোচ আছেন , যারা খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন না । কিন্তু কোচ হিসেবে পেয়েছেন তারকা খ্যাতি । লুইস ফিলিপ্পো স্কোলারি আর হোসে মারিনিওরা তাদের অন্যতম ।

কাতার বিশ্বকাপেও বেশ কয়েকজন কোচ যাচ্ছেন তারকাখ্যাতি নিয়ে । যাদের মধ্যে অন্যতম জার্মানির হ্যান্স-ফ্লিক । ২০১৯-২০ মৌসুমে জার্মানির বায়ার্ন মিউনিখকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়েছেন । জিতিয়েছেন দুই মৌসুমে মোট সাতটি ট্রফি । হয়েছেন উয়েফার বর্ষসেরা কোচ । ২০২১ সালের আগস্ট থেকে তিনি জার্মানির জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন । তাঁর অধীনে ১৬ ম্যাচের ১০টি জিতেছে জার্মানি । ড্র পাঁচটি । হার মাত্র একটি । বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দামী ম্যানেজার তিনিই । জার্মান ফেডারেশন তাঁকে বেতন দিচ্ছে বছরে ৬.৫৫ মিলিয়ন ইউরো ।

৫.৮৫ মিলিয়ন ইউরো বাৎসরিক বেতনে দ্বিতীয় দামী ম্যানেজার গ্যারেথ সাউথগেট । তিনি ২০১৬ সালের জুনে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন । তিনিই ইংল্যান্ডকে ২০১৮ সালের বিশ্বকাপে সেমি ফাইনালে উঠিয়েছেন । খেলিয়েছেন সর্বশেষ ইউরো ফাইনালে । তাঁর অধীনে ৭৬ ম্যাচের ৪৬টি জিতেছে থ্রি লায়ন্সরা । ড্র ১৭টি আর পরাজয় ১৩টি ।

২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন দিদিয়ের দেশাম্প । তিনি ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবেও জিতেছিলেন বিশ্বকাপ । কাতার যাচ্ছেন ইটালি আর ব্রাজিলের পর টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে । ২০২০-২১ মৌসুমের নেশন্স লিগজয়ী কোচকে ফ্রান্স দিচ্ছে বছরে ৩.৮৫ মিলিয়ন ইউরো বেতন ।

টিটে ব্রাজিলকে ২০১৯ সালে কোপা আমেরিকা ট্রফি এনে দিয়েছেন । সর্বশেষ কোপার ফাইনালে হেরেছেন আর্জেন্টিনার কাছে । গত বিশ্বকাপে ব্রাজিল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে । কাতারে নেইমার আর ভিনিসিয়াস জুনিয়রদের ম্যানেজার হিসেবে যাচ্ছে সেলেসাওদের ‘হেক্সা’ পূরণের মিশনে । বর্তমানে বিশ্বের চতুর্থ দামী ম্যানেজার হিসেবে তাঁর বাৎসরিক বেতন ৩.৬৫ মিলিয়ন ইউরো ।

টিটের পরেই দামী ম্যানেজারের তালিকায় আছেন হল্যান্ডের লুই ভ্যান গাল । তাঁর বাৎসরিক বেতন ২.৯৫ মিলিয়ন ইউরো । আর আর্জেন্টিনার লিওনেল স্কালনিকে বছরে দেয়া হয় ২.৬৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিক ।

আহাস/ক্রী/০০৪