
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট (বিপিএল) । আসন্ন টুর্নামেন্টে খুলনা টাইগার্সের আইকন ক্রিকেটার তামিম ইকবাল খান । চলতি বছরেই তামিম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন । তবে খেলবেন ঘরোয়া টি-টুয়েন্টি ।
খুলনার ভক্তদের জন্য সুখবর । আইকন তামিমের সাথে দলে যোগ দিচ্ছেন পাকিস্তানী পেসার নাসিম শাহ । পাকিস্তানী এই পেসার সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছেন পাকিস্তান দলের হয়ে । সাথে থাকবেন ওহাব রিয়াজ ।
খুলনার হয়ে আরও খেলবেন শ্রীলঙ্কার ব্যাটার আভিস্কা ফার্নান্দো। এবারের বিশ্বকাপে তিনি জাতীয় দলে সুযোগ পাননি। তবে টি-টোয়েন্টিতে মারকুটে ব্যাটিংয়ের সামর্থ্য বিবেচনায় তাকে দলে ভিড়িয়েছে খুলনা।
আহাস/ক্রী/০০৪