Download WordPress Themes, Happy Birthday Wishes

ফাইনালে মাঠে নামছেন যে ২২ জন

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

রবিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে অষ্টম আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল । বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হওয়া শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান আর ইংল্যান্ড । দুই দলের জন্যই টি-টুয়েন্টি বিশ্বকাপে এটি তৃতীয় ফাইনাল আর দ্বিতীয় ট্রফি জয়ের সুযোগ ।

পাকিস্তান প্রথম ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরের ফাইনালে হেরেছিল ভারতের কাছে  । ২০০৯ সালেই অবশ্য আবারও ফাইনালে ওঠা পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে জয় করে নেয় প্রথম শিরোপা । আর ইংল্যান্ড প্রথম ফাইনাল খেলেছিল ২০১০ সালে । প্রথম সুযোগেই বাজিমাৎ করে অস্ট্রেলিয়াকে হারিয়ে । আর হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১৬ ফাইনালে ।

দুই দলের টি-টুয়েন্টি মোকাবেলার পরিসংখ্যানে ইংল্যান্ড অনেক এগিয়ে । ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ইংল্যান্ডের জয় ১৮ ম্যাচে । আর পাকিস্তান জিতেছে ৯ ম্যাচে । এছাড়া , বিশ্বকাপে দুইবারের দেখায় পাকিস্তানকে হারিয়েছে ইংলিশরা । সর্বশেষ , কয়েক সপ্তাহ আগেই সাত ম্যাচের সিরিজে পাকিস্তান ৩-৪ ব্যবধানে হেরেছে ইংল্যান্ডের কাছে ।

শিরোপা লড়াইয়ে জয়ের ধারায় থাকা পাকিস্তানের একাদশে কোন পরিবর্তন হচ্ছে না । দলে কোন ইনজুরি সমস্যাও নেই । দলের হয়ে সবচেয়ে বেশী ১০টি করে উইকেট পাওয়া শাহিন শাহ আফ্রিদি আর শাদাব খানকে রেখেই একাদশ সাজাচ্ছে পাকিস্তান । অন্যদিকে , ম্যান অফ দা টুর্নামেন্ট লড়াইয়ে থাকা এলেক্স হেইলস আর জশ বটলার আরও একবার জ্বলে ওঠার অপেক্ষায় মুখিয়ে আছেন ।

পাকিস্তান একাদশঃ মোহাম্মদ রিজওয়ান , বাবর আজম (অধিনায়ক) , মোহাম্মদ হ্যারিস , শান মাসুদ , ইফতিখার আহমেদ , শাদাব খান , মোহাম্মদ নেওয়াজ , মোহাম্মদ ওয়াসিম জুনিয়র , শাহিন শাহ আফ্রিদি , নাসিম শাহ , হ্যারিস রউফ

ইংল্যান্ড একাদশ- জশ বাটলার (অধিনায়ক) , এলেক্স হেইলস , ফিল সল্ট , বেন স্টোকস , লিয়াম লিভিংস্টোন , মইন আলী , হ্যারি ব্রুক , স্যাম ক্যুরান , ক্রিস ওক্স , ক্রিস জর্ডান , আদিল রাশিদ

আহাস/ক্রী/০০৩