Download WordPress Themes, Happy Birthday Wishes

পর্তুগাল এবং স্পেনের বড় জয়

Portugal v Nigeria – International Friendly, Länderspiel, Nationalmannschaft Football Match Bruno Fernandes of Portugal celebrates with teammates after scoring during the friendly football match between Portugal and Nigeria, at the Alvalade stadium in Lisbon, Portugal, on November 17, 2022, ahead of the Qatar 2022 World Cup. Lisbon Portugal PUBLICATIONxNOTxINxFRA Copyright: xPedroxFiuzax originalFilename:fiuza-portugal221117_nppiI.jpg

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বিশ্বকাপ ফুটবল শুরুর আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো । প্রীতি ম্যাচে জয় পেয়েছে কাতার বিশ্বকাপের ফেভারিট পর্তুগাল এবং স্পেন । জয় পেয়েছে ঘানা , মরক্কো আর ক্যানাডা । তবে হেরে গেছে সুইজারল্যান্ড আর এশিয়ান জায়ান্ট জাপান ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) লিসবনের হোসে আলভার্দে স্টেডিয়ামে পর্তুগাল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নাইজেরিয়া । আফ্রিকান সুপার ইগলদের বিপক্ষে খেলেন নি ক্রিস্টিয়ানো রোনালদো । পেটের সমস্যার কারণে তিনি মাঠে নামবেন না , এটা আগেই জানা ছিল । তবে রোনালদো ছাড়াও একচেটিয়া ম্যাচে পর্তুগালের জিততে কোন সমস্যা হয় নি ।

খেলার ৯ মিনিটে গোলের সূচনা করেন ব্রুনো ফার্নান্দেজ । ৩৫ মিনিটে তাঁর পেনাল্টি গোলেই ব্যবধান দ্বিগুণ হয় । এছাড়া ৮২ মিনিটে গঞ্চালো র‍্যামোস আর ৮৪ মিনিটে হোয়াও মারিও বাকী দুই গোল করেন ।

আবু ধাবির জায়েদ স্পোর্টস কমপ্লেক্স মাঠে ঘানা ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে । ঘানার পক্ষে ৪০ মিনিটে মোহাম্মদ সালিসু আর ৭৪ মিনিটে এন্টোনি সিমিনিও গোল দুইটি করেন ।

তারুন্য নির্ভর দল নামিয়ে জর্ডানের বিপক্ষে ১-৩ গোলের জয় তুলে নিয়েছে স্পেন । ২০১০ সালের চ্যাম্পিয়নদের পক্ষে গোল দুইটি করেছেন আনসু ফাতিহ আর গ্যাভি ।

ক্যানাডার কাছে ১-২ গোলে হেরে গেছে এশিয়ান জাপান । এছাড়া মরক্কো ৩-০ গোলে হারিয়েছে জর্জিয়াকে ।

আহাস/ক্রী/০০১