
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বিশ্বকাপ ফুটবল শুরুর আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো । প্রীতি ম্যাচে জয় পেয়েছে কাতার বিশ্বকাপের ফেভারিট পর্তুগাল এবং স্পেন । জয় পেয়েছে ঘানা , মরক্কো আর ক্যানাডা । তবে হেরে গেছে সুইজারল্যান্ড আর এশিয়ান জায়ান্ট জাপান ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) লিসবনের হোসে আলভার্দে স্টেডিয়ামে পর্তুগাল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নাইজেরিয়া । আফ্রিকান সুপার ইগলদের বিপক্ষে খেলেন নি ক্রিস্টিয়ানো রোনালদো । পেটের সমস্যার কারণে তিনি মাঠে নামবেন না , এটা আগেই জানা ছিল । তবে রোনালদো ছাড়াও একচেটিয়া ম্যাচে পর্তুগালের জিততে কোন সমস্যা হয় নি ।
খেলার ৯ মিনিটে গোলের সূচনা করেন ব্রুনো ফার্নান্দেজ । ৩৫ মিনিটে তাঁর পেনাল্টি গোলেই ব্যবধান দ্বিগুণ হয় । এছাড়া ৮২ মিনিটে গঞ্চালো র্যামোস আর ৮৪ মিনিটে হোয়াও মারিও বাকী দুই গোল করেন ।
আবু ধাবির জায়েদ স্পোর্টস কমপ্লেক্স মাঠে ঘানা ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে । ঘানার পক্ষে ৪০ মিনিটে মোহাম্মদ সালিসু আর ৭৪ মিনিটে এন্টোনি সিমিনিও গোল দুইটি করেন ।
তারুন্য নির্ভর দল নামিয়ে জর্ডানের বিপক্ষে ১-৩ গোলের জয় তুলে নিয়েছে স্পেন । ২০১০ সালের চ্যাম্পিয়নদের পক্ষে গোল দুইটি করেছেন আনসু ফাতিহ আর গ্যাভি ।
ক্যানাডার কাছে ১-২ গোলে হেরে গেছে এশিয়ান জাপান । এছাড়া মরক্কো ৩-০ গোলে হারিয়েছে জর্জিয়াকে ।
আহাস/ক্রী/০০১