
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া । ফুটবল শক্তিতে দুই দলের মধ্যে যোজন পার্থক্য । একদল দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন । ২০১৮ সালের সর্বশেষ আসরেও শিরোপা জিতেছিল তারা । অন্যদিকে , অস্ট্রেলিয়া এখনও ফুটবল বিশ্বকাপে আসে শুধু দুই একটা অঘটনের প্রত্যাশায় । কাতার বিশ্বকাপের তৃতীয়দিনেও সকারুজখ্যাত অস্ট্রেলিয়ার কাছে তেমন অঘটনের প্রত্যাশায় ছিল ফুটবল-ভক্তরা ।
মঙ্গলবার (২২ নভেম্বর) কাতারের আল-ওয়াকরাহ শহরের আল জয়নাব স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল গেলো আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স আর এশিয়ার প্রতিনিধি অস্ট্রেলিয়া । ২০১০ সালের বিশ্বকাপ থেকে একটা অলিখিত নিয়ম , চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে জিততে পারে না । আর গত তিনটি আসরে তো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই । তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন একটা শংকা ছিল খোদ ফ্রান্স শিবিরেও ।
সেই শংকা আরো বেড়ে যায় খেলার ৯ মিনিটের মাথায় ক্রেইগ গুডউইনের গোলে অস্ট্রেলিয়া এগিয়ে যাওয়ার পর । যদিও শেষ পর্যন্ত ফ্রান্স সমস্ত শংকা উড়িয়ে সহজেই জয় পেয়েছে ৪-১ গোলে । ম্যাচে জোড়া গোল করেছে অলিভার জিরুদ । বাকী দুই গোল করেছেন আন্দ্রে র্যাবিওট আর কিলিয়ান এমবাপ্পে ।
ম্যাচে জিরুদ গড়েছেন দারুণ একটি রেকর্ড । জোড়া গোলে তিনি এখন ফ্রান্সের জার্সিতে যৌথভাবে সবচেয়ে বেশী গোলের মালিক । তাঁর গোলের সংখ্যা ৫১টি । তিনি ছুঁয়েছেন আরেক বিশ্বকাপজয়ী থিয়েরি হেনরির রেকর্ড । হেনরির রেকর্ড ভাঙার জন্য বিশ্বকাপেই আরও অন্তত দুইটি ম্যাচ পাচ্ছেন জিরুদ । আর একটি গোল করলেই তিনি হয়ে যাবেন ফ্রান্সের জার্সিতে এককভাবে সবচেয়ে বেশী আন্তর্জাতিক গোলের মালিক ।
এদিকে , নিজেদের প্রথম ম্যাচে সব শংকা উড়িয়ে জয় পেলেও স্বস্তিতে নেই ফ্রান্স । কারণ তাদের ডিফেন্ডার লুকাস হার্নানাদেজের বিশ্বকাপ শেষ হয়ে গেছে । অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার । তাঁর জায়গা নেন তাঁরই ভাই থিও হার্নান্দেজ ।
ম্যাচের পর ফরাসী কোচ দিদিয়ের দেশাম্প জানিয়েছেন , ‘ আমার কাছে লুকাসের ইনজুরি সুবিধার মনে হচ্ছে না । বরং মনে হচ্ছে , সে আর বিশ্বকাপে মাঠে নামতে পারবে না । ‘
ইতোমধ্যেই ইনজুরি সমস্যায় জর্জরিত ফ্রান্স । বিশ্বকাপের আগেই দল থেকে ছিটকে গেছেন পল পগবা , এন’গোলো কান্তে , প্রেসনেল কিমবাপ্পে আর রাফায়েল ভারানে । এছাড়া প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বিশ্বকাপ স্কোয়াড থেকে ইনজুরির কারণে বাইরে চলে গেছেন কারিম বেঞ্জেমা । এখন একই পথ ধরেছেন লুকাস । অথচ এই মুহূর্তে আর বিশ্বকাপ স্কোয়াডে নতুন কাউকে নেয়ার সুযোগ নেই । তাই ফ্রান্সের কোচকে বাকী আসর লড়তে হবে ২৪ জনের স্কোয়াড থেকে খেলোয়াড় বেছে নিয়েই ।
আহাস/ক্রী/০০৩