
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা এবং সৌদি আরব । ২২ নভেম্বর ‘সি’ সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আর্জেন্টিনার মিশন । তবে বিশ্বকাপের মুলমঞ্চে মাঠে নামার আগে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা । তবে ম্যাচটি যেহেতু আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে , তাই গুরুত্ব কমছে না একটু ।
বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় শুরু হবে আমিরাত বনাম আর্জেন্টিনার ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ।
আমিরাতের বিপক্ষে মাঠে নামার আগে স্পষ্ট ফেভারিট আর্জেন্টিনা । টানা ৩৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা শেষবার হারের মুখ দেখেছিল ২০১৯ সালের জুনে কোপা আমেরিকা ফাইনালে । ব্রাজিলের কাছে । সেই থেকে টানা অপরাজিত লা আলবেসেলেস্তেরা ইটালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড ভাঙার অপেক্ষায় । সৌদি আরবের বিপক্ষে প্রীতি ম্যাচে না হারলেও সেই রেকর্ডের দিকে আরও একটু এগিয়ে যাবে আর্জেন্টিনা ।
তবে , আমিরাতের বিপক্ষে সম্ভবত শুরুর একাদশে নামছেন না লিওনেল মেসি । সাম্প্রতিক সময়ে পিএসজির হয়ে মাঠে নেমে খানিকটা ইনজুরিতে পড়েছিলেন । যদিও আবার মাঠে ফিরেছেন চলতি সপ্তাহেই , কিন্তু কোচ লিওনেল স্কালোনি তাঁর সেরা খেলোয়াড় নিয়ে কোন ঝুঁকিতে যেতে চাইছেন । আর ম্যাচটি যেহেতু প্রীতি আবহে এবং প্রতিপক্ষও খুব বেশী শক্তিশালী না , তাই মেসিকে বেঞ্চে রাখার বিলাসিতা তিনি দেখাতেই পারেন ।
আর্জেন্টিনার একাদশ- এমি মার্টিনেজ (গোলরক্ষক) , নিকোলাস ওতামেন্দি , নাহুয়েল মলিনা , লিসান্দ্রো মার্টিনেজ , মার্কোস আকুইনা , গ্রুইডো রদ্রিগেজ , লিসান্দ্রো পারাদেস , ফার্নান্দেজ , পাওলো দিবালা , লাউতেরো মার্টিনেজ , আনহেল ডি মারিয়া
আহাস/ক্রী/০০১