Download WordPress Themes, Happy Birthday Wishes

মালদ্বীপে সাবিনার এক ম্যাচেই ১১ গোল

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বাংলাদেশের গোলম্যাশিন সাবিনা খাতুন মালদ্বীপ কাঁপাচ্ছেন । দ্বীপদেশটির ঘরোয়া আসরে করছেন একের পর এক গোল । স্থানীয় দিবাহিসেইফাইং ক্লাবের হয়ে এক ম্যাচেই ১১ গোল করে আবারও আলোচনায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক ।

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাহিসেফাইং ক্লাব ফুটসাল আসরে ২৬-০ গোলে হারিয়েছে এমওয়াইএস ক্লাবকে । দলের হয়ে একাই তিন হ্যাট্রিকসহ ১১ গোল করেছেন সাবিনা । তিনি হয়েছেন ম্যাচের সেরাও । বাংলাদেশের আরেক ফুটবলার সুমাইয়া করেছেন ৬ গোল ।

সাবিনাদের পরের ম্যাচ ১৭ অক্টোবর এমপিএল এর বিপক্ষে।

উল্লেখ্য, সিঙ্গেল লেগ ভিত্তিতে পাঁচটি ক্লাব নিয়ে চলছে মালদ্বীপের ঘরোয়া এই ফুটসাল লিগ। পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলছেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। একই ক্লাবে খেলছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

কিছুদিন আগেই প্রথমবারের মতো সাফ নারী ফুটবলের শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ । অধিনায়ক সাবিনা আসরে ৮ গোল করে হয়েছিলেন সেরা গোলদাতা । সাফ ফুটবলের সাফল্যে বাংলাদেশ ফিফা র‍্যাংকিংয়ে এগিয়েছে সাতধাপ । সাফ শুরুর আগে নারী দলের র‍্যাংকিং ছিল ১৪৭ । যা এখন ১৪০ ।

আহাস/ক্রী/০০২