Download WordPress Themes, Happy Birthday Wishes

পাকিস্তানী ক্রিকেটারের আকস্মিক মৃত্যু

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন পাকিস্তানের ক্রিকেটার শেহজাদ আজম রানা । মাত্র ৩৬ বছর বয়সে শেহজাদ ত্যাগ করলেন এই পৃথিবীর মায়া ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইসলামাবাদে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেহজাদ । তার এই মৃত্যুর সংবাদ পাকিস্তানের ক্রিকেট এক্সপার্ট ফারহান নিশার এক টুইটার বার্তায় নিশ্চিত করেছেন।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন শেহজাদ রানা । ইসলামাবাদের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন ৯৫ ম্যাচ । মুলত পেসার হিসেবে খেলা এই ক্রিকেটারের প্রথম শ্রেণীর উইকেটের সংখ্যা ৩৮৮টি । এছাড়া সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে ১৮২ ম্যাচে আছে ৪৯৬ উইকেট ।

কখনও পাকিস্তান মুল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি শেহজাদ । ২০১৫ সালে খেলেছেন ‘এ’ দলের হয়ে । ২০২০ সালে পাকিস্তান সফরে আসে ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাব । উত্তর পাকিস্তানের হয়ে ইংলিশ ক্লাবের বিপক্ষে ৩০ রানে একটি উইকেট শিকার করে শেহজাদ । ২০১৮-১৮ মৌসুমে কায়দে আজম ট্রফিতে নিয়েছেন ২৬ উইকেট ।

শেহজাদ রানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সদ্য পাকিস্তান জাতীয় দলে অভিষেক হওয়া শান মাসুদ । নিজের টুইটারে লিখেছেন , ‘ জীবন কতটা অনিশ্চিত , সেটা আর একবার বুঝিয়ে গেল শেহজাদের মৃত্যু । তিনি আমাদের বন্ধুর মতো ছিলেন । ‘

পাকিস্তানের আরেক তারকা ইয়াসির আরাফাত লিখেছেন , ‘ দুঃখজনক এই মৃত্যু । অবিশ্বাস্য তো বটেই । খুব বড় মনের মানুষ ছিলেন শেহজাদ । সকালে খবরটা শুনে বিশ্বাসই করতে পারিনি । ‘

শাহজাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজও। তিনি নিজের টুইটারে এই পেসারের মৃত্যু সংবাদ জানিয়ে এক টুইট বার্তায় লিখেছেন, ‘শাহজাদের বিদায়ের সংবাদ শুনে আমি ভীষণ মর্মাহত এবং দুঃখ পেয়েছি। সে অত্যন্ত প্রতিভাবান এবং পরিশ্রমি ক্রিকেটার ছিলেন। আল্লাহ তাকে জান্নাত দান করুক। তার পরিবার এবং স্বজনদের প্রতি আমার সান্ত্বনা থাকল। আসলে জীবন অনিশ্চিত।’

শেহজাদের অকাল বিদায়ে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের পাকিস্তানের অন্যান্য ক্রিকেটাররাও। টুইটারে শোক জানিয়েছেন সোহেল তানভীর থেকে শুরু করে সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ । পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে ।

আহাস/ক্রী/০০৫