Download WordPress Themes, Happy Birthday Wishes

লক্ষ্য যখন চ্যাম্পিয়ন হওয়া

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আইসিসি টি-টুয়েন্টি নারী বিশ্বকাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে চলতি সেপ্টেম্বরে । আসন্ন এই আসরে অংশ নিতে ইতোমধ্যেই নারীদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

আগামী ১৮-২৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে নারীদের বিশ্বকাপ বাছাই । আট দল নিয়ে অনুষ্ঠিতব্য বাছাই পর্বের ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ । গ্রুপের অন্য তিনটি দল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র , আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড । এছাড়া ‘বি’ গ্রুপে খেলবে স্বাগতিক আমিরাত , পাপুয়া নিউ গিনি , জিম্বাবুয়ে আর থাইল্যান্ড ।

বাছাই পর্ব পেরিয়ে মাত্র দুইটি দল সুযোগ পাবে বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলার । আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মুল আসর । ইতোমধ্যে ভারত , পাকিস্তান , শ্রীলঙ্কা , অস্ট্রেলিয়া , ইংল্যান্ড , ওয়েস্ট ইন্ডিজ , নিউজিল্যান্ড আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মেয়েরা জায়গা করে নিয়েছে মুল আসরে ।

বাছাই পর্বে অংশ নিতে যাওয়া বাংলাদেশের লক্ষ্য অবশ্যই সেরা দুইয়ে থাকা । সেই সাথে বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়া । নিজের লক্ষ্য নিয়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন , ‘ আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই কোয়ালিফাই করা। অবশ্যই আমরা চ্যাম্পিয়ন (বাছাইপর্বে) হতে চাই। আমরা যদি একটা দল হয়ে খেলতে পারি এবং ব্যাটসম্যানরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারে, আমাদের বোলিং শক্তিটা যদি ঠিকভাবে দেখাতে পারি, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো।’

২০১৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণ করছে বাংলাদেশ।বাছাইপর্বে ২০১৬ ও ২০২০ সালে বাংলাদেশ চ‌্যাম্পিয়ন, ২০১৮ সালে রানার্সআপ। যদিও মুল আসরে এখন পর্যন্ত ১৬ ম্যাচের মাত্র একটিতে জয়ের হাসি হেসেছে টাইগ্রেসরা ।

দুবাইয়ে অনুষ্ঠিতব্য বাছাইয়ে অংশ নিতে ৮ সেপ্টেম্বর উড়াল দিচ্ছে বাংলাদেশের নারী দল । আগেভাগে যাওয়ার কারণ , দুবাইয়ের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া । সেখানে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্প হবে। এই ক্যাম্প বাংলাদেশের নারী ক্রিকেটারদের খুব সাহায্য করবে বলে জানালেন অধিনায়ক, ‘আমরা আমিরাতে এর আগে কখনেও খেলিনি। ওখানের কন্ডিশনটা এখানের মতো নয়। তাই মানিয়ে নিতে সমস্যা হবে। এজন্য আগেভাগে ওখানে যাওয়া। এই ক্যাম্পটা আমাদের খুব উপকারে আসবে।’

বাছাই পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আয়ারল‌্যান্ড, ম‌্যাচটি হবে ১৮ সেপ্টেম্বর। পরদিনই বাংলাদেশ মাঠে নামবে স্কটল‌্যান্ডের বিপক্ষে। ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

আহাস/ক্রী/০০৬