Download WordPress Themes, Happy Birthday Wishes

বাহরাইনের মাটিতে বাংলাদেশের দারুণ জয়

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই পর্বে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ । প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তুলে নিয়েছে এই জয় । প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল লাল সবুজের দেশ ।

সোমবার (১২ সেপ্টেম্বর) আল মুহারক স্টেডিয়ামে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে ভুটানকে ।

৩৪ মিনিটে রফিকুল ইসলামের বাড়িয়ে দেয়া বল থেকে গোল করেন পিয়াস আহমেদ নোভা ।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে শান্ত কুমার লিম্বোর গোলে সমতা ফেরায় ভূটান ।

ম্য্যাচ যখন নিশ্চিত ড্রর দিকে এগুচ্ছে , তখনই জয়সূচক গোলের দেখা পায় বাংলাদেশ । ৮৮ মিনিটে বাংলাদেশকে কাংখিত জয় এনে দেয় আশরাফুল হক আসিফের গোল ।

ভুটানের বিপক্ষে পাওয়া জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ । এই গ্রুপের অন্য দুই দল নেপাল আর কাতার । নেপালকে প্রথম ম্যাচে ০-২ গোলে হারিয়েছিল ভুটান ।

দ্বিতীয় ম্যাচেও কাতারের কাছে ৩-১ গোলে হেরেছে নেপাল ।

গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৬ সেপ্টেম্বর কাতারের বিপক্ষে । আর শেষ ম্যাচে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ।

এএফসি কাপের বাছাইপর্বে ৪৩টি দল ১০ গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে। দশ গ্রুপের শীর্ষ ১০টি দল সরাসরি মূলপর্বে খেলবে। বাকি ১০ রানার্সআপ দলের মধ্যে সেরা পাঁচ দল পাবে মূলপর্বের ছাড়পত্র।

আহাস/ক্রী/০০১