Download WordPress Themes, Happy Birthday Wishes

ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

আহসান হাবীব সুমন/ক্রীড়ালোকঃ

নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতের একচেটিয়া আধিপত্য চলে আসছে শুরু থেকেই । ২০১০ সাল থেকে শুরু হওয়া এই আসরে পাঁচবারই শিরোপা জিতেছে ভারতের মেয়েরা । তাদের দাপটে অন্যদের সুযোগ হয় নি ট্রফি ছুঁয়ে দেখার । ২০২২ সালেও ট্রফি জয়ের সম্ভাবনায় ভারতের মেয়েরা ‘হট ফেভারিট’ । বাংলাদেশ আর নেপাল আছে সম্ভাবনার তালিকায় ।

ষষ্ঠ নারী সাফ ফুটবলে বাংলাদেশ আর ভারত খেলছে ‘এ’ গ্রুপে । ইতোমধ্যেই টানা দুই ম্যাচে বড় জয় নিয়ে দুই দেশই নিশ্চিত করেছে সেমি ফাইনাল । মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত । এই ম্যাচের ফলাফল সেমি ফাইনালে ওঠার ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না । কিন্তু নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়নশিপ ।

‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে । আর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় এসেছে ৬-০ গোলের বড় ব্যবধানে । অন্যদিকে , ভারত প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে পাকিস্তানের বিপক্ষে । আর মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে ৯-০ গোলের ব্যবধানে ।

দুই ম্যাচে ভারত প্রতিপক্ষের জালে এক ডজন গোল দিয়েছে । আর বাংলাদেশ দিয়েছে ৯ গোল । কোন দলই ভারত আর বাংলাদেশের জালে এখনও বল ফেলতে পারে নি । গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করতে পারলে ভারত পেয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবিধা । তাতে সেমি ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভুটান । যারা আগে কখনও গ্রুপ পর্বের বাঁধাই পেরুতে পারে নি ।

গ্রুপ রানার্স আপ হলে বাংলাদেশের সেমি ফাইনাল প্রতিপক্ষ হবে নেপাল । যারা চারবার খেলেছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে । সেমিতে নেপালকে এড়াতে হলেও ভারতের বিপক্ষে জয় খুব জরুরী বাংলাদেশের জন্য । যদিও ভারতের বিপক্ষে জয় পাওয়াটা মোটেই সহজ হবে না । সাফ ফুটবলে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কখনই জয় পায় নি বাংলাদেশ । সাতবারের দেখায় ছয়বারই বাংলাদেশকে হারিয়েছে ভারতের মেয়েরা । আর ড্র মাত্র একবার । ভারতকে মঙ্গলবার হারিয়ে দিতে পারলে বাংলাদেশ গড়বে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয়ের ইতিহাস ।

চলতি আসরে এখন পর্যন্ত সেরা গোলদাতা বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন । তার গোলের সংখ্যা পাঁচটি । মালদ্বীপের বিপক্ষে জোড়া গোলের পর পাকিস্তানের সাথে হ্যাট্রিক করেছেন সাবিনা । জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ২৬টি গোলের মালিক তিনি । যার মধ্যে সাফেই করেছেন ১৯ গোল । এছাড়া ভারতের বিপক্ষে ২০১৪ আর ২০১৬ সালের সাফে একটি করে গোল আছে সাবিনার ।

অন্যদিকে চার গোল করেছেন ভারতের ফরোয়ার্ড অঞ্জু তামাং । চারটি গোলই তিনি পেয়েছেন মালদ্বীপের বিপক্ষে । এছাড়া তিনটি গোল আছে গেসি ডাংমেইয়ের । দুইটি গোল করেছেন সৌম্যা গুগোলথ ।

পাকিস্তান আর মালদ্বীপের বিপক্ষে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া সাবিনার উপরেই বাংলাদেশের মুল ভরসা , সন্দেহ নেই । ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সাবিনা জানিয়েছেন , ‘ আমি সব ম্যাচেি গোল করতে চাই । ভারতের বিপক্ষেও । দিন শেষে দল জিতলে তো বাংলাদেশের মানুষই হাসবে। তো অবশ্যই আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাব।’

সাবিনা আরও জানান , ‘আমরা মালদ্বীপের বিপক্ষে ভারতের ম্যাচ দেখেছি। বিরতির আগে চার গোল দিয়েছিল তারা। কিন্তু মালদ্বীপের গোলরক্ষক আমিনাথ লিজা ইনজুরিতে পড়ার পরও মাঠ ছাড়েনি। ওর জন্যই এতগুলো গোল (৯-০ গোল) হজম করেছে মালদ্বীপ। এতে বাড়তি সুবিধা আদায় করে নিয়েছে ভারত।’

বাংলাদেশ নারী ফুটবল দলের মিডফিল্ডার মারিয়া মান্ডা বলেন, ‘যেহেতু আমাদের সামনের ম্যাচ ভারতের বিপক্ষে আমরা সবাই চেষ্টা করব ভালো খেলার। আর আমরা ওদের সঙ্গে ভালো খেললে বলা যায় না কী হবে গেমে। তাই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলব।’

আরেক তারকা ঋতূপর্ণা চাকমা বলেন, ‘বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়ে এসেছি যে, ফাইনালে যাব। ওইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা পাকিস্তানের সঙ্গে গতম্যাচে যেভাবে খেললাম, ওই খেলাটা যদি অব্যাহত রাখতে পারি, ভারতের সঙ্গে আমরা অবশ্যই জয় নিয়ে ফিরব।’

ভারতের বিপক্ষে সাফ প্রতিযোগিতায় পূর্বের সাত দেখায় ২১ গোল হজম করেছে বাংলাদেশ । দিয়েছে দুইটি । ২০১৬ সালে শিলিগুঁড়ির আসরের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে লক্ষ্যভেদ করেছিলেন স্বপ্না। এবার পাকিস্তান ম্যাচে এক গোল করা ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড মুখিয়ে আছেন ভারতের জালে গোল পেতে। তিনি বলেছেন , ‘ ২০১৬ সালে ভারতের বিপক্ষে একটি গোল করেছিলাম। এরপর তো অনেক অভিজ্ঞতা হয়েছে। বয়সভিত্তিক পর্যায় থেকে সিনিয়র লেভেলে এসেছি। আশা করি , এবার ভারতের বিপক্ষে ভাল কিছু হবে । ‘

ভারতের বিপক্ষে গোল করার অভিজ্ঞতা আছে কৃষ্ণা রাণী সরকারের । ২০২০ সালে অলিম্পিক বাছাইয়ে ভারতের বিপক্ষে ৭-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেছিলেন কৃষ্ণা। যদিও কাঠমুন্ডুতে চলমান আসরে এখনও জালের দেখা পান নি তিনি । ভারতের বিপক্ষে গোল করে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি ।

পরিসংখ্যান বলছে , ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী হলেও জয়ের সুযোগ আসলে কম বাংলাদেশের মেয়েদের । ভারতের কোচ সুরেন ছেত্রি বলেছেন , ‘ ‘বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচটি জিতে নিতে চাই আমরা। চেস্টা থাকবে বাংলাদেশকে চাপে ফেলে সুবিধা আদায়ের। এই মুহুর্তে আমরা সুবিধাজনক অবস্থানে আছি। বাংলাদেশের বিপক্ষে ড্র করতে পারলেও আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারব। সুতরাং এখন থেকেই বাংলাদেশ চাপে পড়ে গেছে।’

ভারতের সম্ভাব্য একাদশ- অদিতি চৌহান (গোলরক্ষক) , ঋতু , আশালতা দেবী , মনীষা পান্না , রঞ্জনা চানু , প্রিয়াংকা দেবী , রতনবালা দেবী , অঞ্জু তামাং , সন্ধ্যা রঙ্গনাথন , রেনু , গ্রেসি ডাংমেই

বাংলাদেশ সম্ভাব্য একাদশ- রুপনা চাকমা (গোলরক্ষক) , শিউলি আজিম , শামসুন্নাহার , আঁখি খাতুন , মাশুরা পারভিন , মনিকা চাকমা , সাঞ্জিদা আক্তার , মারিয়া মান্ডা , কৃষ্ণা রাণী সরকার , সপ্না , সাবিনা

আহাস/ক্রী/০০২