Download WordPress Themes, Happy Birthday Wishes

ইংলিশ প্রিমিয়ার লীগে রেকর্ডের ফোয়ারা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বরাবরের মতো দারুণ জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লীগের ২০২২-২৩ মৌসুম । যদিও লীগের মাত্র চারভাগের এক ভাগ শেষ হয়েছে , তাতেই আভাস মিলেছে জমাট প্রতিদ্বন্দ্বিতার । চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি যেখানে শিরোপা ধরে রাখার মিশন সামলাতে ব্যস্ত । সেখানে টটেনহ্যাম , আর্সেনালরা শুরু থেকেই চোখ রাঙাচ্ছে । আবার লিভারপুল , চেলসির মতো দলের লীগের শুরুতে খাবি খাচ্ছে । ম্যানচেস্টার ইউনাইটেডের খেলায় ঘুরে দাঁড়াবার ইঙ্গিত স্পষ্ট । সব মিলিয়ে ২০২২-২৩ মৌসুমের ইপিএল শেষ পর্যন্ত অনেক নাটকের জন্ম দেবে , এটা এখনই বলা যায় ।

ইতোমধ্যে ইপিএলে ঘটে গেছে অনেক স্মরণীয় ঘটনা । ইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের দেখা পেয়েছে লিভারপুল । আগস্টের শেষ সপ্তাহে অল রেডরা ৯-০ গোলে হারিয়েছে সাউথহ্যাম্পটনকে । প্রিমিয়ার লিগ ইতিহাসে এর আগে মাত্র দুটি দল রেকর্ড ৯-০ ব্যবধানে জয় পেয়েছিল। ১৯৯৫ সালে ইপসউইচ টাউনকে এই ব্যবধানে পরাজিত করেছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর দীর্ঘ সময় এই রেকর্ড অধরা থাকলেও ২০১৯ সালে এই রেকর্ডের স্মৃতি ফিরিয়ে আনে লেস্টার সিটি। জেমি ভার্ডি এবং আয়োজে পেরেজের জোড়া হ্যাটট্রিকে সাউদাম্পটনকে ৯-০ গোলে হারায় ফক্সরা।

২০২১ সালে একমাত্র দল হিসেবে দ্বিতীয়বার ৯-০ গোলে হারের লজ্জায় ডোবে সাউদাম্পটন। সেইন্টদের জালে নয়বার বল পাঠিয়ে লিগ ইতিহাসে দুইবার রেকর্ড ব্যবধানে জয়ের কীর্তি গড়ে ইউনাইটেড। এবার ম্যানইউ এবং লেস্টারের সেই কীর্তিতে ভাগ ভাগ বসায় লিভারপুল ।

অথচ সেই লিভারপুল ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে । আরেক সাবেক চ্যাম্পিয়ন চেলসি ৭ ম্যাচে পেয়েছে ১০ পয়েন্ট । তারা আছে সপ্তম অবস্থানে । লীগের প্রথম দুই ম্যাচে হারের পর টানা জয় পেয়েছে ম্যান ইউ । ১২ পয়েন্ট নিয়ে রেড ডেভিলদের অবস্থান পাঁচে ।

চমক দেখাচ্ছে ব্রাইটন । ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে আছে তারা । শেষ ম্যাচেও ব্রাইটন ৫-১ গোলের জয় পেয়েছে লিয়েস্টার সিটির বিপক্ষে । ২০১৫-১৬ মৌসুমের ইপিএল চ্যাম্পিয়নরা ৭ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আছে লীগ টেবিলের তলানিতে । সর্বশেষ ম্যাচে শনিবার (১৭ সেপ্টেম্বর) লিয়েস্টার সিটি ৬-২ গোলে হেরেছে টটেনহ্যামের কাছে ।

লিয়েস্টারের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাট্রিক করেছেন সন হিউং-মিন। ২০২১-২২ মৌসুমে ২৩ গোল করে মোহাম্মদ সালাহর সাথে যৌথভাবে ইপিএলের শীর্ষ গোলদাতা ছিলেন তিনি । কিন্তু সব প্রতিযোগিতা মিলিয়ে এবার টানা আটটি ম্যাচ খেলেছেন, একটাও গোল করতে পারেননি টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত লিয়েস্টারের বিপক্ষে সনকে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ এন্থনিও কন্তে ।

ম্যাচের ৬০ মিনিটে মাঠে নেমেই ম্যাজিক দেখা সন । ১৩ মিনিটের মধ্যে করেন হ্যাট্রিক ।স্পার্সদের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বেঞ্চ থেকে মাঠে নেমে হ্যাট্রিকের ইতিহাস এটাই প্রথম ।

এদিকে , রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন আর্লিং হাল্যান্ড । চলতি মৌসুমেই জার্মানির বুরুশিয়া থেকে যোগ দিয়েছেন ম্যান সিটিতে । লীগের প্রথম পাঁচ ম্যাচে করে বসেছেন টানা দুইটি হ্যাট্রিক । প্রিমিয়ার লীগে আর কোন ফুটবলার এত কম ম্যাচ খেলে দুইটি হ্যাট্রিক পায় নি ।

শনিবার ম্যান সিটি ৩-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে । ম্যাচে একটি গোল করে হাল্যান্ড । ২২ বছরের নরওয়েজিয়ান ফরোয়ার্ড প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি অ্যাওয়ে ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন । ম্যান সিটিতে এই নিয়ে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। প্রিমিয়ার লিগে তার গোল হলো ১১টি। সিটির জার্সিতে সব মিলিয়ে ১০ ম্যাচে ১৪ গোল করলেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।

৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ম্যান সিটি আছে লীগ টেবিলের শীর্ষে । সমান পয়েন্ট পাওয়া টটেনহ্যাম গোলব্যবধানে দুইয়ে । ৬ ম্যাচে ১৫ পয়েন্ট পাওয়া আর্সেনাল আছে তৃতীয় স্থানে । রবিবার ব্রেন্টফোর্ডকে হারাতে পারলে তারা উঠে যাবে শীর্ষে ।

প্রিমিয়ার লীগে হাল্যান্ডের পর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৬ গোল করেছেন টটেনহ্যামের হ্যারি কেইন আর ফুলহ্যামের অ্যালেক্সান্ডার মিত্রোভিচ । পাঁচ গোল আছে ব্রেন্টফোর্ডর ইভান টনির ।

লীগের মাত্র শুরু বলাই যায় । অথচ এর মধ্যেই বরখাস্ত হয়েছেন চেলসি কোচ থমাস টুখেল । বোর্নমাউথ থেকে ছাঁটাই হয়েছেন স্কট পার্কার । বোঝাই যাচ্ছে , ইপিএল কতটা কঠিন জায়গা ।

আহাস/ক্রী/০০৩