Download WordPress Themes, Happy Birthday Wishes

র‍্যামোসকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করলো স্পেন

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলতি মাসেই উয়েফা নেশন্স লীগের খেলায় মাঠে নামছে স্পেন । প্রতিপক্ষ সুইজারল্যান্ড আর পর্তুগাল । কাতার বিশ্বকাপের আগে এটিই শেষ প্রতিযোগিতামূলক খেলা । যে কারণে নেশন্স লীগের ম্যাচ নিয়ে দলগুলো বেশী সিরিয়াস । সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়েই ইউরোপের দ্বিতীয় সেরা আসরের ম্যাচ খেলতে নামছে বিশ্বকাপের দলগুলো ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) নেশন্স কাপের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস এনরিকে । যদিও দলে জায়গা হয় নি সাবেক অধিনায়ক সার্জিও র‍্যামোস আর আনসু ফাতিহর । এই নিয়ে রীতিমত তোপের মুখে পড়েছেন এনরিকে ।

২০২১-২২ মৌসুমে রিয়েল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দেন র‍্যামোস । যদিও চোটের কারণে মৌসুমের বেশীরভাগ সময় ছিলেন মাঠের বাইরে । সর্বশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ফ্রান্সের চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নেমেছিলেন ১৩বার । কিন্তু চলতি মৌসুমে নিজেকে ভালভাবেই ফিরে পেয়েছেন র‍্যামোস । ইতোমধ্যে ১০ ম্যাচে করেছেন ১টি গোল । মৌসুম যত এগিয়ে যাচ্ছে তত উন্নতি পরিলক্ষিত হচ্ছে এই ডিফেন্ডারের খেলায় । বর্তমানে পিএসজির রক্ষণে অন্যতম ভরসা হয়ে উঠেছেন ৩৬ বছরের তারকা । যেমনটা ছিলেন একদা রিয়েল মাদ্রিদ আর স্পেন জাতীয় দলে ।

২০২১ সালে মাত্র ২টি আন্তর্জাতিক ম্যাচ র‍্যামোস খেলেছেন । চলতি বছর সুযোগ পান নি । তবে সাম্প্রতিক ফর্মে নেশন্স কাপ তো বটেই , বিশ্বকাপেও র‍্যামোসের অংশগ্রহণ নিয়ে নিশ্চিত ছিলেন প্রায় সবাই । কিন্তু এনরিকের পরিকল্পনায় তিনি বাদ পড়েছেন নেশন্স লীগের দল থেকে ।

র‍্যামোসকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণার সমালোচনার জবাবে এনরিকে জানিয়েছেন , ‘ সে (র‍্যামোস) গ্রেট ফুটবলার । গ্রেট ডিফেন্ডার । প্রায় দেড় বছর ইনজুরি আর ফর্মের সাথে যুদ্ধ করেছে । ইদানিং সেরাটা ফিরে পাচ্ছে । এটা খুব ভাল খবর । কিন্তু যে কোন পজিশনে আপনি জাতীয় দলের জন্য সেরা ফর্মে থাকা ফুটবলার চাইবেন । এই মুহূর্তে স্পেনে সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে বেশকিছু ভাল বিকল্প আছে!’

নেশন্স লীগের জন্য এনরিকে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দলে নিয়েছেন বার্সেলোনার এরিক গার্সিয়া , লিডস ইউনাইটেডের দিয়েগো লরেন্তে , ভিয়ারিয়েলের পাউ তোরেস আর ভ্যালেন্সিয়ার হুগো গুইলেমানকে । স্প্যানিশ কোচের কথায় আভাস মিলেছে , বিশ্বকাপেও উপেক্ষিত হবেন র‍্যামোস । কারণ এনরিকের কাছে বিকল্প আছে !

চলতি মৌসুমে ছন্দে আছেন আনসু ফাতিহ । তিনিও ২০২১-২২ মৌসুম পুরোটা চোটের মধ্য দিয়ে কাটিয়েছেন । তবে নতুন মৌসুমে মাঠে নামছেন প্রায় নিয়মতি । বার্সেলোনার হয়ে ৭ ম্যাচে ২ গোল করেছেন এই উইঙ্গার । স্পেনের হয়ে ২০২০ সালে খেলেছেন ৪ ম্যাচ । গোলের সংখ্যা ২টি ।

দারুণ ফর্মে থাকা ইয়াগো আসপাসকে বাদ দেয়াও ছিল অবাক করার মতো । চলতি মৌসুমে সেল্টা ভিগোর হয়ে লা লিগার পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন আসপাস । স্পেন জাতীয় দলে ১৮ ম্যাচে তার গোলের সংখ্যা ৬টি । কিন্তু তিনিও ২০১৯ সাল থেকে জাতীয় দলের বাইরে । কিন্তু সাম্প্রতিক ফর্মে স্পেন স্কোয়াডে অনেকেই দেখতে চেয়েছিল তাকে ।

ফাতিহ আর আসপাস সম্পর্কে এনরিকে জানিয়েছেন , ‘ তাদের সময় শেষ হয়ে যায় । ভবিষ্যতে জাতীয় দলে খেলার অনেক সুযোগ পাবে তারা ।’

আগামী ২৫ সেপ্টেম্বর সুইজারল্যান্ডকে আতিথেয়তা দেবে স্পেন। দুদিন পর পর্তুগালের মাঠে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের পর কাতার বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না জায়ান্টরা।

উয়েফা নেশন্স লীগে নিজেদের গ্রুপে শীর্ষে আছে স্পেন । চার ম্যাচে তারা পেয়েছে ৮ পয়েন্ট । অন্যদিকে সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পর্তুগাল । গ্রুপের আরেক দল চেক প্রজাতন্ত্র পেয়েছে ৪ পয়েন্ট । আর সুইজারল্যান্ডের ঝুলিতে আছে ৩ পয়েন্ট । প্রত্যেক গ্রুপ থেকে একটি দল খেলবে সেমি ফাইনালে ।

স্পেনের স্কোয়াড

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও), রবার্ট সানচেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)।

ডিফেন্ডার: পাউ তরেস (ভিলারিয়াল), জর্ডি আলবা (বার্সেলোনা), হোসে গায়া (ভ্যালেন্সিয়া), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া), দিয়েগো লরেন্টে (লিডস), এরিক গার্সিয়া (বার্সেলোনা), সিজার আজপিলিকুয়েটা (চেলসি), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ)

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রদ্রি হার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), পেদ্রি গঞ্জালেস (বার্সেলোনা), কোকে রিসারেসিওন (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাবলো মার্টিন পায়েজ গভিরা (বার্সেলোনা), কার্লোস সোলের (প্যারিস সেন্ট জার্মেই), মার্কোস অ্যালরিন (ম্যাডরি)।

ফরোয়ার্ড: পাবলো সারাবিয়া (প্যারিস সেন্ট-জার্মেই), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), মার্কো এসেনসিও (রিয়াল মাদ্রিদ), আলভারো মোরাতা (অ্যাটলেটিকো মাদ্রিদ), বোর্জা ইগলেসিয়াস (রিয়াল বেটিস), ইয়েরেমি পিনো (ভিলারিয়াল), ফেররান তরেস (বার্সেলোনা)।

আহাস/ক্রী/০০৪