
আহসান হাবীব সুমন/ক্রীড়ালোকঃ
নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে সেমিফাইনাল লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নেপালের কাঠমুণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় । একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত আর নেপাল ।
নারী সাফ ফুটবলে বাংলাদেশ কখনও শিরোপা জিততে পারে নি । ফাইনালে উঠেছিল ২০১৬ সালের আসরে । শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ । অন্যদিকে ভুটানের মেয়েরা এবারেই প্রথম গ্রুপ পর্ব পেরিয়ে নাম লিখিয়েছে সেমিতে ।
ভুটানের বিপক্ষে লড়াইয়ে নামার আগে পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ । দুই দলের চারবারের দেখায় বাংলাদেশের জয় এসেছে প্রতিটা ম্যাচে । ২০১৯ সালে সর্বশেষ সাফে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল ভুটানকে । সেবারের স্বাগতিকও ছিল নেপাল । এখন পর্যন্ত ভুটানের জালে বাংলাদেশ গোল করেছে ১৯ গোল । সব মিলিয়ে ভুটানের বিপক্ষে নিশ্চিত ফেভারিট বাংলাদেশ ।
চলতি আসরে সাবিনা খাতুনের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ । টানা তিন ম্যাচে জয় নিয়ে বাঘিনীরা কেটেছে সেমির টিকেট । আসরে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে শুরু বাংলাদেশের অভিযান । পরের ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলের লজ্জায় ডোবায় মেয়েরা । তবে তৃতীয় ম্যাচে আসে অভাবনীয় সাফল্য । সাফের নারী ফুটবলে মহাশক্তিধর ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দেয় গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা । সাফসহ মেয়েদের জাতীয় পর্যায়ে এটাই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ।
চলমান আসরে পাঁচ গোল করেছেন সাবিনা । তিনি এখন পর্যন্ত আসরের শীর্ষ গোলদাতা । পাকিস্তানের বিপক্ষে হ্যাট্রিক করেছেন বাংলাদেশের অধিয়ানক । ভুটানের বিপক্ষেও চারবারের দেখায় পাঁচ গোল আছে সাবিনার । এছাড়া চলতি আসরে আরেক ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার গোল আছে তিনটি ।
সাফ ফুটবলে বাংলাদেশের হয়ে আগের পাঁচটি আসরেই খেলেছেন সাবিনা । সাফে তার গোলের সংখ্যা সর্বোচ্চ ২১টি । এছাড়া আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা ১৭ । দেশের সেরা ফরোয়ার্ড তো বটেই , বাংকাদেশের সেরা খেলোয়াড় সাবিনা । তাই ভুটানের বিপক্ষে সাফল্যের জন্য সাবিনার জ্বলে ওঠা খুব প্রয়োজন । তবে সিরাত জাহান স্বপ্না , মনিকা চাকমা , কৃষ্ণা রাণী সরকার , মারিয়া মান্ডা , ঋতু চাকমারা এখন গোল করছেন দলের প্রয়োজনের সময় । যা বাংলাদেশের জন্য সুখবর ।
ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে সাবিনা জানিয়েছেন , ‘ আমি প্রতি ম্যাচেই গোল করতে চাই । ভুটানের বিপক্ষেও অবশ্যই । ‘
কোচ ছোটন জানিয়েছেন , ‘ আগের তিনটি ম্যাচটি জিতেছি । কিন্তু সেগুলো এখন অতীত । আমাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। জয়লাভ করতে হবে। মেয়েরাও সেভাবেই প্রস্তুত। ভুটান ভালো খেলেই সেমিফাইনালে এসেছে। ভুটান শক্তিশালী দল। আমাদেরও পুরো শক্তি নিয়ে নামতে হবে এবং জয় নিয়ে মাঠ ছাড়তে হবে।’
ভুটান নেপালের কাছে প্রথম ম্যাচে ০-৪ গোলে হেরেছে । তবে দ্বিতীয় ম্যাচে তিনবার সেমিতে খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ৫-০ গোলে । তাই ভুটানকে হাল্কাভাবে নেয়ার কোন সুযোগ নেই ।
আহাস/ক্রী/০০২