Download WordPress Themes, Happy Birthday Wishes

প্রয়োজন আর মাত্র তিন গোল

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল । আফ্রিকান প্রতিপক্ষ তিউনিশিয়ার বিপক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে বারোটায় লড়াইয়ে নামছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা । ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজির পার্ক ডি প্রিন্সেসে ।

বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ের এক নাম্বার দল ব্রাজিল । আর তিউনিশিয়া ৩০তম অবস্থানে । র‍্যাংকিং কিংবা শক্তিমত্তার বিচারে ম্যাচে অবশ্যই ফেভারিট ব্রাজিল । কিন্তু আফ্রিকান ফুটবলের অন্যতম শক্তি তিউনিশিয়াও ছেড়ে দেয়ার পাত্র না । গত জুনে জাপানের মাটিতে তারা জিতেছে কিরিন কাপের শিরোপা । এছাড়া ডিসেম্বরে আরব কাপের ফাইনালে উঠে হেরেছে আলজেরিয়ার বিপক্ষে । জায়গা করে নিয়েছে আফ্রিকা অঞ্চল থেকে কাটার বিশ্বকাপেও ।

চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ তাদের জয় ৬টি । হার ৪ ম্যাচে । আর ড্র ড্র দুইটি । তবে গত সাত ম্যাচে টানা অপরাজিত তিউনিশিয়া । এরমধ্যে হারিয়েছে চিলি আর জাপানকে । সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে সাফল্যের পথে চলা তিউনিশিয়া ব্রাজিলকে টক্কর দেয়ার জন্য প্রস্তুত ।

অন্যদিকে , ব্রাজিল ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালের পর হারের মুখ দেখে নি । অপরাজিত আছে টানা ১৪ ম্যাচ । সর্বশেষ গত শনিবার আরেক আফ্রিকান প্রতিপক্ষ ঘানাকে ৩-০ গোলে হারিয়েছে সেলেকাওরা ।

সাম্প্রতিক সময়ে ব্রাজিল সাফল্য পেয়েছে । উঠেছে ফিফা র‍্যাংকিংয়ের এক নাম্বার অবস্থানেও । কিন্তু এই সময়ে ব্রাজিলের খেলায় মন ভরে নি ভক্তদের । কোচ তিতে যেন ব্রাজিলের জন্য একটি কার্যকরী একাদশ খুঁজে বের করতেই হিমশিম খাচ্ছিলেন । তার উপর ব্রাজিলের খেলায় খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই চিরায়ত ছন্দ । তবে ঘানার বিপক্ষে প্রথমার্ধে ব্রাজিলের খেলা মুগ্ধ করেছে সবাইকে । মধ্যমাঠে ক্যাসিমিরো , পাকুয়েতারর সাথে নেইমারেরর পরিশ্রমী ফুটবল ছিল চোখে পড়ার মতো । দুই উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনিয়া খেলেছেন দাপটের সাথে । ফরোয়ার্ড হিসেবে রিচার্লিশন দুই গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ।

তবে যতই হোক , এখনও ব্রাজিলের প্রাণ-ভোমরা নেইমার জুনিয়র । নেইমারকে ঘিরেই দানা বেঁধে ওঠে ব্রাজিলের আক্রমণ । আর চলতি মৌসুমে নেইমারের ফর্ম বাড়তি আশা যোগাচ্ছে সমর্থকদের মনে । তিনি আছেনও দুর্দান্ত ফর্মে । ২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে করেছেন ১১ গোল । এসিস্ট ৮টি । এছাড়া ব্রাজিলের হয়েও চার ম্যাচে চার গোল করেছেন পিএসজির মহাতারকা ।

ব্রাজিলের হয়ে সর্বকালের সেরা গোলদাতা হওয়ার দৌড়ে পেলের ঠিক পেছনেই আছেন নেইমার । ব্রাজিলের কালো-মানিক পেলে ৯২ ম্যাচে ৭৭টি গোল করেছেন । আর নেইমার ১২০ ম্যাচে করেছেন ৭৪ গোল । আর তিনটি গোল পেলেই তিনি ছুঁয়ে দেবেন ব্রাজিলিয়ান কিংবদন্তীকে । সেটা কি তিনি তিউনিশিয়ার বিপক্ষে হ্যাট্রিকের মাধ্যমে করতে পারবেন ?

নেইমার বলেছেন , ‘ ঈশ্বর চাইলে রেকর্ড হতেই পারে । আমি সত্যি রেকর্ডটি করতে চাই । এটা হবে দারুণ সম্মানের । ‘

তিউনিশিয়ার বিপক্ষে না হলেও রেকর্ডটি আজ হোক বা কাল , নেইমারের হবে কোন সন্দেহ নেই । আর ব্রাজিলের জার্সি গায়ে হ্যাট্রিক তো তার চারটি আগেই রয়েছে । ২০১৪ সালে জাপানের বিপক্ষে ম্যাচে একাই করেছিলেন চার গোল । তাই তিউনিশিয়ার বিপক্ষে নেইমার হ্যাট্রিক করতে পারবেন না , এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না ।

তিউনিশিয়ার বিপক্ষে কখনও কোন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলেনি ব্রাজিল । ১৯৭৩ সালে প্রীতির আবহে একবারই মোকাবেলা হয়েছিল দুই দলের । সেই ম্যাচে ব্রাজিল ৪-১ গোলে হারিয়েছিল তিউনিশিয়াকে ।

আহাস/ক্রী/০০৫