Download WordPress Themes, Happy Birthday Wishes

উইনিং কম্বিনেশন ভাঙার মাশুল দিল বাংলাদেশ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

কিছুদিন আগেই নেপালের মাটিতে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা । ফাইনালে উড়িয়ে দিয়েছিল নেপালকেও । কিন্তু সেই নেপালের কাছেই অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের পুরুষদের জাতীয় ফুটবল দল ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কাঠমুণ্ডুর দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ আর নেপাল । স্বাগতিকরা ম্যাচ জিতে নিয়েছে ৩-১ গোলে । এই দশরথ স্টেডিয়ামেই সাফ শিরোপা জিতে পুরো দেশকে গর্বিত করেছিল সাবিনা খাতুনরা । সেই অর্জন কয়েকদিনের ব্যবধানে ধুলোয় লুটিয়ে ফিরেছে জামাল ভূঁইয়ারা ।

খেলার প্রথমার্ধে একচেটিয়া খেলা নেপালের কাছে পাত্তাই পায় নি বাংলাদেশ । পিছিয়ে পড়ে ৩-০ গোলে । যদিও ১৬ মিনিটে জামাল ভুইয়ার ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে না এলে এগিয়ে যেতে পারত লাল সবুজের দল । দুই মিনিট পরেই প্রথম গোল করে খেলার নিয়ন্ত্রণ নেয় নেপাল । বাংলাদেশের পুরনো রোগ , সেট-পিস থেকে গোল হজম করেই হয় সর্বনাশ ।

খেলায় হ্যাট্রিক করেছেন নেপালের অঞ্জন ভিস্তা । ১৮ মিনিটে ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড করে বাংলাদেশকে প্রথম পিছিয়ে দেন তিনি । ২৭ মিনিটে করেন দ্বিতীয় গোল । আর ৩৮ মিনিটে আবারও ফ্রি কিকের সুযোগে বাংলাদেশের জালে বল জড়ান তিনি ।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে বাংলাদেশ একটি গোল শোধ দেয় । রাকিবের ক্রস থেকে সাজ্জাদ হোসেন গোলটি করেন । ম্যাচে আর কোন গোল হয় নি ।

দিন কয়েক আগে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ । কিন্তু নেপালের বিপক্ষে সেই উইনিং কম্বিনেশন রাখেন নি বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবেরারা । কম্বোডিয়ার বিপক্ষে খেলেছিলেন কাজী তারিক রায়হান, আতিকুর রহমান ফাহাদ ও সুমন রেজা। আজ নেপালের বিপক্ষে শুরুর একাদশে তাদের জায়গা হয়নি। সেখানে সুযোগ হয়েছে রিমন হোসেন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও সাজ্জাদ হোসেনের। এর মধ্যে হেমন্ত দীর্ঘ ৫ বছর পর আবারও খেলার সুযোগ পেয়েছেন। উইনিং কম্বিনেশন ভেঙে বাংলাদেশ দল ফিরে এসেছে ব্যর্থতার ধারায় ।

আহাস/ক্রী/০০৬