
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
আজকাল উদ্ভিদ কিংবা পশুপাখির ক্ষেত্রে ‘হাইব্রিড’ বিষয়টি দারুণ জনপ্রিয় । ক্রিকেটেও এসে গেছে হাইব্রিড উইকেট । এই ধরনের উইকেটের ৮০ শতাংশ কৃত্রিম। বলে বেশি বাউন্স পাওয়ার জন্য তৈরি করা হয় এই উইকেটগুলো। ইংল্যান্ডের বেশীরভাগ উইকেট হাইব্রিড হলেও সেগুলো মুলত ব্যবহার করা হয় ঘরোয়া ক্রিকেটে । তবে এবারেই প্রথম হল্যান্ডের মাটিতে হাইব্রিড উইকেটে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ । যে ম্যাচে স্বাগতিক হল্যান্ড ১৬ রানে হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে । তাতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা ।
হল্যান্ডের হেগ শহরে বৃহস্পতিবার (৪ আগস্ট) হাইব্রিড উইকেটে ধারা অনুযায়ী প্রভাব বিস্তার করেছেন বোলাররাই । ম্যাচের শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান তোলে নিউজিল্যান্ড । জবাবে ১৯.৩ ওভারে ১৩২ রানে অল আউট হয়েছে হল্যান্ড ।
উইকেটে সুযোগ কাজিয়ে লাগিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নিউজিল্যান্ডের দুই পেসার ব্লেয়ার টিকনার আর বেন সিয়ার্স । টিকনার ৩.৩ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন চার উইকেট । অন্যদিকে সিয়ার্স চার ওভারে ২২ রানের খরচায় নিয়েছেন তিনটি উইকেট ।
কিউই বোলারদের দাপটের মুখে একাই লড়াই করেছেন ব্যাস ডি লিড । এই ডাচ টপ অর্ডার করেছেন ৬৬ রান । ৫৩ বলের মোকাবেলায় পাঁচটি চার আর দুইটি ছক্কা মেরেছেন তিনি ।
এদিকে ম্যাচের শুরুতে কিউই ইনিংসে সবচেয়ে বেশী ৪৫ রান করেছেন মার্টিন গাপটিল । তিনি ৩৬ বল খেলেছেন চারটি চার এবং একটি ছক্কা । এছাড়া ৩২ রান আসে জেমস নিশামের ব্যাট থেকে । মাত্র ১৭ বলের ঝড়ো ইনিংসে দুইটি করে চার-ছক্কা মেরেছেন তিনি ।
ডাচদের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন লোগান ভ্যান ভিক আর শারিজ আহমাদ ।
আহাস/ক্রী/০০১