
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
২০৩০ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল পা রাখছে শতবর্ষে । ইতোমধ্যে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ আসরের আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে উরুগুয়ে । ১৯৩০ সালে ল্যাটিন আমেরিকার দেশটি থেকেই শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবলের যাত্রা ।
‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে পরিচিত বিশ্বকাপ ফুটবলের প্রথম আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে । ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে উরুগুয়ে । ল্যাটিন আমেরিকান দেশটি বিশ্বকাপের শতবর্ষের আয়োজন নিজেদের মাটিতে করতে আগ্রহী । এই জন্য তারা ‘বিড’ও করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’ বরাবর । তবে এবার আর একা নয় । উরুগুয়ের সাথে সহ-আয়োজক হবার প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা , চিলি আর প্যারাগুয়ে । বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে আগে কখনও চারটি দেশের যৌথ আয়োজন হয় নি । ইতোপূর্বে ২০০২ সালে জাপান আর দক্ষিণ কোরিয়া প্রথমবারের বিশ্বকাপ আয়োজন করে যৌথভাবে । এছাড়া ২০২৬ সালে প্রথমবারের তিনটি দেশ আয়োজন করবে ফিফা বিশ্বকাপ । দেশগুলো হচ্ছে – মার্কিন যুক্তরাষ্ট্র , ক্যানাডা আর মেক্সিকো । ক্যানাডায় আগে কখনও বিশ্বকাপ ফুটবলের খেলা হয় নি । আমেরিকা এককভাবে বিশ্বকাপের আয়োজন করেছে ১৯৯৪ সালে । আর মেক্সিকো আয়োজক হয়েছে ১৯৭০ এবং ১৯৮৬ সালে । ব্রাজিল , ফ্রান্স , ইটালি আর জার্মানি ছাড়া মেক্সিকোই দুবার করে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে ।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে উরুগুয়ে ‘ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইগনাসিও আলোনসো বলেছেন, বিশ্বকাপ যেখানে শুরু হয়েছিল একশ’ বছর পরে আসরটি সেখানেই অনুষ্ঠিত হওয়া উচিত। এটা উরুগুয়ের অধিকার।’
বিশ্বকাপের শতবর্ষী আসরটি আয়োজন করার ব্যাপারে উরুগুয়ে এবং দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ সংস্থা ‘কনমেবল’ আশাবাদী। তাদের মতে, ‘ফুটবল বিশ্বকাপ চার বছর পরপর আসবে। অন্যরা তা আয়োজন করার সুযোগও পাবে। কিন্তু শতবর্ষী আসর বারবার আসবে না। এটা তাই অবশ্যই উরুগুয়েতে হওয়া উচিত।’
এই নিয়ে ‘কনমেবল’ প্রেসিডেন্ট আলেহান্দ্রো দোমিনগেজ বিশ্বকাপের শতবর্ষ নিজেদের ‘ঘরে’ উদযাপনের লক্ষ্য নিয়ে বলেন, ‘এটা আমাদের পুরো মহাদেশের স্বপ্ন। ‘
উরুগুয়ের সাথে সহ-আয়োজকের দাবীনামা পেশ করা আর্জেন্টিনায় ১৯৭৮ সালে বিশ্বকাপ হয়েছে । উরুগুয়ের মত তারাও নিজ দেশের মাটিতে জয় করে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ । অন্যদিকে চিলি বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৬২ সালে । সেবার তারা তৃতীয় হয়ে পায় বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সেরা সাফল্য । তবে প্যারাগুয়ে এবারেই প্রথম হাজির হয়েছে বিশ্বকাপ স্বাগতিক হবার দাবী নিয়ে ।
২০৩০ বিশ্বকাপ আয়োজনে উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ের বড় প্রতিপক্ষ হতে পারে স্পেন এবং পর্তুগাল। ইউরোপের এই দুই দেশও যৌথভাবে আসরটি আয়োজন করতে চায়। এছাড়া ব্রিটিশ ও আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ছিল। তবে তারা ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পাওয়ার লড়াইয়ে মন দিয়েছে।
আহাস/ক্রী/০০৬