
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
বার্মিংহ্যামে চলমান ২২তম কমনওয়েলথ গেমসে নিজের সামর্থ্যের সেরাটা দিয়েছে বাংলাদেশের হাইজাম্পার মাহফুজুর রহমান । যদিও সেটা পদক জয় তো দূরের কথা , কাছাকাছি যাবার মতও ছিল না ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) অ্যালেক্সান্ডার স্টেডিয়ামে বাংলাদেশের এথলেট মাহফুজ লাফিয়েছেন ২.১০ মিটার। এটি চলতি মৌসুমে তার সেরা পারফর্মেন্স । যা ১৩ জন প্রতিযোগীর মধ্যে তাকে এনে দিয়েছে ১১তম স্থান । এই ইভেন্টে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের হামিশ কের। তিনি লাফিয়েছেন ২.২৫ মিটার উচ্চতায় ।
অস্ট্রেলিয়ার ব্রেন্ডন স্টার্ক জিতেছেন রুপা । তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই । একই ইভেন্টে ভারতের তেজস্বীন শঙ্কর ব্রোঞ্জ জিতেন।কমনওয়েলথ গেমসেরর ইতিহাসে হাই জাম্পে এটাই ভারতের প্রথম পদক জয়।
হাইজাম্পার মাহফুজের হাত ধরে ২০১৯ সালে এসএ গেমসে রুপা জিতেছিল বাংলাদেশ । যা দেশের ইতিহাসে সাফ এবং পরবর্তী এসএ গেমসে হাইজাম্পে প্রথম পদক । অবশ্য রুপার পদকটি মাহফুজ পেয়েছিলেন ভারতের চেতন বালাসাবের সাথে যৌথভাবে । এসএ গেমসে তিনি লাফিয়েছিলেন ২.১৬ মিটার । এটাই তার ক্যারিয়ার সেরা পারফর্মেন্স ।
এদিকে টেবিল টেনিসে থেমেছে বাংলাদেশের জয়ের ধারা । পুরুষ এককে রিফাত সাব্বির ৪-০ সেটে হেরে যান ঘানার ডেরেক আব্রেফার কাছে, মুহতাসিন হৃদয় ৪-১ সেটে হেরেছেন পাকিস্তানের ফাহাদ খাজার কাছে।
আহাস/ক্রী/০০৭