Download WordPress Themes, Happy Birthday Wishes

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণায় নানামুখী জটিলতা !

আহসান হাবীব সুমন/ক্রীড়ালোকঃ

চলতি আগস্ট মাসের ২৭ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে ১৫তম এশিয়া কাপ ক্রিকেট । যদিও আসরটির মুল আয়োজক ছিল শ্রীলঙ্কা । কিন্তু দেশটির রাজনৈতিক আর অর্থনৈতিক বিরুপ পরিস্থিতির কারণে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে । ছয় দেশের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ।

২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপের আসর ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হয়েছিল । তবে অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় এবার ফরম্যাট বদলেছে । আর তাই দ্বিতীয়বারের মত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে টি-টুয়েন্টি ফরম্যাটে । ২০১৬ সালে প্রথমবার টি-টুয়েন্টি ফরম্যাটে আয়োজিত হয় এশিয়া কাপ ক্রিকেট ।

আসন্ন এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা আর আফগানিস্তানের বিপক্ষে । বিগত দুইটি আসরের ফাইনালে খেলায় আসন্ন এশিয়া কাপ নিয়েও বাংলাদেশের রয়েছে উচ্চাশা । কিন্তু হঠাৎ করেই বাংলাদেশের জন্য পরিস্থিতি হয়ে উঠছে কঠিন । যাতে করে টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করতেও বাড়তি চাপের মুখে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

এই মুহূর্তে বাংলাদেশ দল আছে জিম্বাবুয়ে সফরে । যেখানে প্রথমবারের মত টি-টুয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের কাছে হারের মুখ দেখেছে টাইগাররা । যদিও এটা কোন সমস্যা না । কারণ খেলায় হারজিৎ থাকবেই । সমস্যা আসলে বাঁধিয়েছে ‘ইনজুরি’ । জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়েছেন নুরুল হাসান সোহান । যিনি সফরে প্রথমবারের মত দেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছিলেন । কিন্তু দ্বিতীয় ম্যাচেই আঙুলের আঘাতে শেষ হয়ে গেছে তার জিম্বাবুয়ে সফর ।

এদিকে, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েছেন লিটন দাস । তারও বাকী দুই ওয়ানডে খেলার সম্ভাবনা নেই । ইনজুরিতে আছেন মোস্তাফিজুর রহমান , শফিউল ইসলাম আর মুশফিকুর রহিম । শফিউল আর মুশফিকুরের ইনজুরি মারাত্মক না । কিন্তু মোস্তাফিজকে নিয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট । এছাড়া , ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে চোট নিয়ে ফেরা মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান ইয়াসির আলি এখনও ফিট নন পুরোপুরি। এমন অবস্থায় এশিয়া কাপের জন্য স্কোয়াড এসিসির কাছে তাই বাড়তি সময় চেয়েছে বিসিবি।

আসন্ন টুর্নামেন্টের জন্য সোমবার (৮ আগস্ট) প্রতিটা অংশগ্রহণকারী দলের স্কোয়াড দেয়ার কথা । কিন্তু একের পর এক খেলোয়াড়দের চোট পাওয়ায় দল ঘোষণার জন‍্য বাড়তি সময় চাইতে হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে , এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস । তিনি বলেছেন , ‘ প্রায় সাত-আট জন খেলোয়াড় চোট পেয়েছে। এতগুলো খেলোয়াড়ের বিকল্প পাওয়া তো সহজ নয়। ওরা কী অবস্থায় আছে, সেই রিপোর্টও আমাদের পেতে হবে। আমরা দুই দিন বাড়তি সময় চেয়েছি। ‘

ইনজুরি ছাড়াও বাংলাদেশের টি-টুয়েন্টি দলের ‘অধিনায়ক’ নিয়েও আছে সমস্যা । ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই অধিনায়কত্ব হারিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ । জায়গা হারিয়েছিলেন টি-টুয়েন্টি স্কোয়াড থেকেও । কিন্তু নতুন অধিনায়ক সোহানের ইনজুরিতে আবারও শেষ ম্যাচে জায়গা ফিরে পেয়েছেন । যদিও পান নি অধিনায়কত্ব । জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ।

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক কে হচ্ছেন – এটি এখনও অস্পষ্ট । খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন , ‘আমি জানি না এশিয়া কাপে কে অধিনায়ক হবে।’

এমনকি , প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন , ‘ ‘অধিনায়ক কে হবেন আমরা সেটা নিয়ে ভাবছি না। অধিনায়কের নাম ঘোষণা করবে বোর্ড। এটা বোর্ডের বিষয়। বোর্ড যাকে মনোনীত করবে সেই হবে।’

সম্ভাব্য অধিনায়ক হিসেবে লিটন দাস আর সোহানের নাম তালিকায় ছিল । কিন্তু এশিয়া কাপে তাদের খেলা নিয়েই আছে সংশয় । এছাড়া মাহমুদুল্লাহর নাম শোনা গেলেও তিনি আবার দায়িত্ব নেবেন কিনা সন্দেহ । এই ক্ষেত্রে জিম্বাবুয়ে সফরে টেস্ট দলের দায়িত্ব পাওয়া সাকিব আল হাসান একমাত্র ভরসা । তাই বলা যায় , আসন্ন এশিয়া কাপে সাকিবকেই অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে ।

আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ।

আহাস/ক্রী/০০৫