
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ভারত । গড়েছে নির্দিষ্ট কোন প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশী টানা সিরিজ জয়ের বিশ্বরেকর্ড । রবিবার (২৪ জুলাই) ত্রিনিদাদে হাই স্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচে ক্যারিবিয়ানদের দুই উইকেটে হারিয়ে এই রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া ।
কুইন্স পার্ক ওভালে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ছয় উইকেটে ৩১১ তোলে ওয়েস্ট ইন্ডিজ । যা দুই বল আর দুই উইকেট হাতে রেখে পেরিয়ে যায় ভারত । তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারত জিতেছিল মাত্র ৩ রানে । এই নিয়ে টানা ক্যারিয়াবিয়ানদের বিপক্ষে ১২টি ওয়ানডে সিরিজ জিতলো ভারত । এতেই ভেঙ্গে গেছে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টানা ১১ ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড । সর্বশেষ ফেব্রুয়ারিতে নিজ দেশের মাটিতে রোহিত শর্মার নেতৃত্বে ক্যারিবিয়ানদের তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের রেকর্ডে ভাগ বসিয়েছিল ভারতীয়রা । তবে এবার রোহিত বিশ্রামে থাকায় শিখর ধাওয়ানের নেতৃত্বে সৃষ্টি হলো নতুন ইতিহাস ।
২০০৬ সালে ব্রায়ান লারার নেতৃত্বে সর্বশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল ভারতকে । সেই থেকে আর কোন সিরিজে জয়ের মুখ দেখে নি প্রথম দুটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ।
কুইন্স পার্ক ওভালে ভারত কখনও ৩০০+ রান তাড়া করে জিততে পারে নি । রবিবারের ম্যাচেও একটা সময় ভারতের পরাজয় সম্ভাবনা দেখ দিয়েছিল । কিন্তু সাতে নামা আক্সার প্যাটেলের দুর্দান্ত ব্যাটিং ভারতকে দিয়েছে স্বস্তি । প্যাটেল মাত্র ৩৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে এনে দিয়েছেন অবিশ্বাস্য জয় । দুর্দান্ত ইনিংস খেলার পথে তিনি মাত্র ২৭ বলে পূরণ করেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি । প্যাটেলের ইনিংসে ছিল তিনটি চার আর পাঁচটি বিশাল ছক্কা ।
শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রানের । কিন্তু কাইল মেয়ার্সের প্রথম চার বল থেকেই লক্ষ্য পূরণ করে নেন প্যাটেল । ম্যাচ শেষ করেন ছক্কায় ।
ভারতের ইনিংসে শ্রেয়াস আইয়ার ৬৩ , সঞ্জু স্যামসন ৫৪ আর ওপেনার শুভমান গিল করেছেন ৪৩ রান ।
আলজারি জোসেফ আর কাইল মেয়ার্স নিয়েছেন দুটি করে উইকেট ।
এদিকে ম্যাচের শুরুতে ১৩তম ওয়ানডে সেঞ্চুরি করেছেন ওপেনার শাই হোপ । তিনি ১৩৫ বলে করেছেন ১১৫ রান । তার ব্যাট থেকে আসে ৮টি চার আর ৩টি ছক্কা ।
এছাড়া ৭৭ বলে ১টি চার আর ৬টি ছক্কায় ৭৪ রান করেছেন অধিনায়ক নিকোলাস পুরান । যদিও তাদের দুইটি দুর্দান্ত ইনিংসেও জিততে পারে নি ওয়েস্ট ইন্ডিজ ।
শার্দুল ঠাকুর নিয়েছেন তিনটি উইকেট । ম্যাচের সেরা আক্সার প্যাটেল ।
আহাস/ক্রী/০০১