Download WordPress Themes, Happy Birthday Wishes

বাংলাদেশ প্রিমিয়ার লীগে সাত গোলের সাথে পাঁচ লাল কার্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

লীগ শিরোপা নিস্পত্তি হয়ে গেছে দুই রাউন্ড বাকী থাকতেই । কিন্তু তাতেও শেষ হয় নি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের উত্তেজনা । বরং শেষ রাউন্ডের আগেই উত্তেজনার নতুন মাত্রা যোগ হয়েছে লীগে ।

বুধবার (২৬ জুলাই) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে উত্তর বারিধারাকে । চলতি লীগে এটাই কোন দলের সবচেয়ে বড় ব্যবধানে জয় ।

এখানেই শেষ নয় । সাইফ আর বারিধারার ম্যাচে প্রদর্শিত হয়েছে পাঁচটি লাল কার্ড । মজার ব্যাপার হচ্ছে , এই পাঁচ লাল কার্ডের একটিমাত্র দেখেছেন উত্তর বারিধারার ফুটবলার মোহাম্মদ সুজন বিশ্বাস । ৫২ মিনিটে একটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে সুজনসহ দুই দলের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা । বারিধারার ম্যানেজার, এক কর্মকর্তা ও বলবয় মারমুখী হয়ে এগিয়ে যান সাইফের টেন্টে থাকা খেলোয়াড় আর কর্মকর্তাদের দিকে । যা সামাল দিতে মাঠে থাকা পুলিশ সদস্যের এগিয়ে আসতে হয় । এই পরিস্থিতির পর রেফারি বারিধারার ম্যানেজারসহ চারজনকে লাল কার্ড দেখান ।

এছাড়া প্রথমার্ধে সহকারী রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখেন সাইফের আর্জেন্টাইন কোচ আন্দ্রে ক্রুসিয়ানি ।

ম্যাচে সাইফের হয়ে জোড়া গোল করেন মারাজ হোসেন অপি এবং আসরোর গফুরভ । একটি করে গোলের দেখা পেয়েছেন আবিদ আহমেদ , মোহাম্মদ রহিম উদ্দিন এবং এমফো উডো ।

এই জয়ে ২১ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে সাইফ স্পোর্টিং ক্লাব। সমান সংখ্যক ম্যাচে উত্তর বারিধারার পয়েন্ট ১৪। এই হারের ফলে বারিধারার অবনমন শংকা আরও ঘনীভূত হয়েছে । কারণ এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা সংসদ আছে তাদের চেয়ে সুবিধাজনক অবস্থায় । মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আগামীকালের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতলে এক ম্যাচ বাকি থাকতে বারিধারারও রেলিগেশন নিশ্চিত হবে। সেইক্ষেত্রে বারিধারাকে লীগে টিকে থাকতে হলে পরের ম্যাচে নিজেদের জিততে হবে , পাশাপাশি মুক্তিযোদ্ধার বাকি দুই ম্যাচ থেকে এক পয়েন্টের বেশি পাওয়া যাবে না। মুক্তিযোদ্ধা পরের দুই ম্যাচ ড্র করলে এবং বারিধারা শেষ ম্যাচ জিতলে দুই দলের পয়েন্ট সমান ১৭ হবে। বাইলজের নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে প্লে অফ হবে।

এদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে থেকেও স্বাধীনতা ক্রীড়া সংঘ ড্র করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে । ২-২ ব্যবধানে ড্র করার পর স্বাধীনতার অবনমন নিশ্চিত হয়ে গেছে । ২১ ম্যাচে স্বাধীনতার পয়েন্ট মাত্র ১০ । আছে পয়েন্ট টেবিলের তলানিতে । শেষ ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে জিতলেও তাদের কোন লাভ হবে না ।

চলতি মৌসুমেই বিপিএলে উঠেছিল স্বাধীনতা । প্রথম ম্যাচেই হারিতে দিয়েছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে । কিন্তু লীগের বাদবাকি সময়ে আর চমক দেখাতে পারে নি তারা । গোটা লীগে দুইটি জয় আর চারটি জয় নিয়ে তারা আগামী মৌসুমে আবারও খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে ।

আহাস/ক্রী/০০৭