
ক্রীড়ালোক প্রতিবেদকঃ
জয়ের অবস্থা থেকে প্রথম টেস্ট হার মানা শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচেও রয়েছে সুবিধাজনক অবস্থানে । গ্যলে চলমান টেস্টের তৃতীয় দিনের শেষে পাঁচ উইকেট হাতে রেখে স্বাগতিকরা নিয়েছে ৩২৩ রানের লিড । চতুর্থ দিনে সেই লিড আরও বাড়িয়ে নিয়ে জয়ের অংক এখন থেকেই কষতে শুরু করেছে শ্রীলঙ্কা ।
বুধবার (২৬ জুলাই) গ্যল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষ পর্যন্ত শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে তুলেছে পাঁচ উইকেটে ১৭৬ রান । তাদের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৭৮ রানে । আর এখন পর্যন্ত একমাত্র ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২৩১ রান ।
সাত উইকেটে ১৯১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান খুব বেশী এগুতে পারে নি । বাকী তিন উইকেটে তারা তুলেছে মাত্র ৪০ রান ।
শ্রীলংকার তৃতীয়বারের মত ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট । তিনটি উইকেট পেয়েছেন প্রভাত জয়াসুরিয়া । এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো আর ধনঞ্জয়া ডি সিলভা ।
১৪৭ রানের লিড নিয়ে পাকিস্তানের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করেছেন আগা সালমান । ওপেনার ইমাম উল হকের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান ।
১৪৭ রানের লিড নিয়ে দলীয় ২৭ রানেই প্রথম হারায় শ্রীলঙ্কা । ব্যক্তিগত ১৫ রানে ফেরেন ওপেনার নিরোশান ডিকওয়ালা । স্কোর বোর্ডে আরও ২০ রান যোগ হতেই দিরে যান আরেক ওপেনার ওশাধা ফার্নান্দো । তিনি করেছেন ২৪ বলে তিনটি চারে ১৯ রান ।
কিছুক্ষণ পরেই ১৫ রান করা কুশল মেন্দিস প্যাভিলিয়নের পথ ধরেছেন । তবে আস্থার সাথে খেলে দলকে শতরানের কোঠায় নিয়ে যান এঞ্জেলো ম্যাথিউস । যদিও আগা সালমানের বলে বাবর আজমের হাতে ধরা পড়া ক্যাচটি নিয়ে আছে সন্দেহ । কিন্তু সেই বিতর্কিত আউটে থামে তার ৩৫ রানের ইনিংস । নিজের শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ৬২ বলের মোকাবেলায় মেরেছেন চারটি চার আর একটি ছক্কা । প্রথম ইনিংসে ম্যাথিউজ করেছিলেন ৪২ রান ।
দিনের শেষ ভাগে দীনেশ চান্দিমাল ২৭ রান করে আউট হন । অপরাজিত থেকে ক্রিজ ছেড়েছেন দিমুথ করুনারত্নে আর ধনঞ্জয়া । অধিনায়ক করুনারত্নে অপরাজিত আছেন ২৭ রানে । তার ৫১ বলের ইনিংসে ছিল দুইটি চার । অন্যদিকে ধনঞ্জয়া অপরাজিত আছেন ৩০ রানে । তিনি ৫২ বলের মোকাবেলায় ছয়টি চার মেরেছেন ।
পাকিস্তানের হয়ে নাসিম শাহ নিয়েছেন দুইটি উইকেট । একটি করে উইকেটের দেখা পেয়েছেন ইয়াসির শাহ , মোহাম্মদ নেওয়াজ আর আগা সালমান ।
আহাস/ক্রী/০০৬