Download WordPress Themes, Happy Birthday Wishes

চাইলেই পাওয়ার হিটার হওয়া সম্ভব না

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

এক বছর বাদে আবারও জিম্বাবুয়ের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল । এবার দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজ । একাধিক দলে ভাগ হয়ে বাংলাদেশের ক্রিকেটাররা যাচ্ছেন জিম্বাবুয়ে সফরে ।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেই বাংলাদেশের সিনিয়রদের কেউ । তামিম ইকবাল ইতোমধ্যে টি-টুয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন । সাকিব আল হাসান ছুটি নিয়েছেন । আর মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে রাখা হয়েছে টি-টুয়েন্টি সিরিজের বাইরে । যদিও তারা আছেন তামিমের নেতৃত্বে ওয়ানডে সিরিজে । মাহমুদুল্লাহর অনুপস্থিতিতে টি টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান ।

বাংলাদেশ টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দুর্বল । বিশেষ করে টি-টুয়েন্টি ক্রিকেটে যেমন তেড়েফুঁড়ে ব্যাট করা দরকার , বাংলাদেশ দলে নেই তেমন কোন ব্যাটার । এই জিম্বাবুয়ে সফরের স্কোয়াডে থাকা শেখ মেহেদি হাসান জানিয়েছেন , বেসিক্যালি আমরা বাংলাদেশি। আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলেই আন্দ্রে রাসেল বা (কাইরন) পোলার্ড হতে পারবো না। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে, সেখান থেকে যত বেশি উন্নতি করা যায়।’

দলে একজন জুতসই পাওয়ার হিটিং কোচ প্রয়োজন বলে মনে করেন মেহেদী। তবে এও জানিয়ে রাখলেন, বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের যে স্কিল আছে সেটি কোচ নিয়োগ দিয়েও খুব বেশি বাড়ানো সম্ভব নয়। এটা এদেশের ক্রিকেটারদের জন্মগত রোগ, রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়।

মেহেদীর ব্যাখ্যা, ‘হ্যাঁ পাওয়ার হিটিং কোচের দরকার। তবে আপনার যে স্কিল আছে, একে কোচ হয়ত ১০ শতাংশ এগিয়ে দিবে। কিন্তু ৩০ শতাংশকে ১০০ শতাংশকে পৌঁছে দিতে পারবে না। আমরা জন্মগতভাবেই এরকম। রাতারাতি পরিবর্তন করা মনে হয় না সম্ভব।’

সঙ্গে যোগ করেন মেহেদী, ‘আমরা প্রায় ১৫ বছরের মত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছি। হলে আরও আগেই হয়ে যেত। যেহেতু হচ্ছে না, আমাদের এটা নিয়ে আরও কাজ করতে হবে। পাওয়ার হিটিংয়ের কথা সবসময়ই আসে। কিন্তু এটা ঠিক না। আমাদের সামর্থ্যের বাইরে চাইলেও করতে পারবে না। এটা আপনাদের সবাইকে বিশ্বাস করতে হবে।’

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক) লিটন দাস, এনামুল হক বিজয়, ‍মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।

আহাস/ক্রী/০০৫