Download WordPress Themes, Happy Birthday Wishes

অনেক কষ্টে জিতেছে পিএসজি

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

জাপানে প্রস্তুতিমুলক ম্যাচে জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) । যদিও কিলিয়ান এমবাপ্পে , নেইমার জুনিয়র আর লিওনেল মেসিদের মাঠে নামিয়েও অনেক কষ্টে জাপানের চ্যাম্পিয়ন কাওয়াসাকির বিরুদ্ধে জয়ের দেখা পেতে অনেক কষ্ট করতে হয়েছে ফ্রান্সের চ্যাম্পিয়নদের ।

মঙ্গলবার (২০ জুলাই) জাপানের টোকিও জাতীয় স্টেডিয়ামে জে-লীগ চ্যাম্পিয়ন কাওয়াসাকিকে ১-২ গোলে হারিয়েছে পিএসজি । নতুন কোচ ক্রিস্টোফার গ্যালতিয়েরের অধীনে শক্তিশালী দল নিয়েও ভুগতে হয়েছে পিএসজিকে ।

ম্যাচের ৩২ মিনিটে আশরাফ হাকিমির পাসে প্রথম গোল করেন মেসি । দ্বিতীয় গোলটি আসে ৫৮তম মিনিটে আর্নো কালিমুয়েন্দো-মুইঙ্গার মাধ্যমে ।

খেলার ৮৪ মিনিটে কাজুয়া ইয়ামামুরার গোলে ব্যবধান কমায় স্বাগতিক কাওয়াসাকি ।

পিএসজি আর কাওয়াসাকির ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন প্রায় ৬৪ হাজার দর্শক ।

চলমান জাপান সফরে জে-লীগের আরও দুটি ক্লাবের বিপক্ষে খেলবে গালতিয়ের শিষ্যরা। আগামী শনিবার সাইমাতাতে উরাওয়া রেডস ও সোমবার ওসাকায় গাম্বা ওসাকার মুখোমুখি হবে পিএসজি।

আহাস/ক্রী/০০৭