Download WordPress Themes, Happy Birthday Wishes

চলে গেলেন ববি হামিদ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের ভাই ববি হামিদ বুধবার (১৫ জুন) সকালে ইন্তেকাল করেন। বেশ কিছুদিন ধরেই মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন তিনি। ববি হামিদ ছিলেন আন্তর্জাতিক মহিলা দাবা মাস্টার রাণী হামিদের ছেলে। ববির বাবা কর্নেল হামিদ হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

ববির পুরো নাম শাহজাহান হামিদ। যদিও ক্রীড়াঙ্গনে ববি হামিদ নামেই তিনি পরিচিত ছিলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর । জানা গেছে , রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ববি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

ববি প্রায় দুই বছর ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন। ভারতে ও দেশে অনেক চিকিৎসা হয়েছে তার। রাণী হামিদকে সন্তানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক অনুদানও দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত ববিকে ধরে রাখা যায় নি এই নশ্বর পৃথিবীর মায়ায় ।

ববি হামিদের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ভাই সোহেল হামিদ বলেন, ‘আমার ভাই ভারতে দেড় মাস চিকিৎসাধীন ছিল। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাকে ফিরিয়ে দেন। ২০ দিন ধরেই উনি হাসপাতালে ছিলেন। আজ সকাল সাড়ে ১০টায় মারা যান ববি।’

ববির মৃত্যুতে হ্যান্ডবলসহ বিভিন্ন ফেডারেশন ও ক্রীড়াব্যক্তিত্বরা শোক জানিয়েছেন।

আহাস/ক্রী/০০৫