Download WordPress Themes, Happy Birthday Wishes

মেসিদের স্বপ্ন ভাঙ্গা গোৎজে ফিরলেন জার্মানিতে

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

মারিও গোৎজে , ফুটবলের অনেক বড় তারকা না হয়েও যাকে এক নামে চেনে ফুটবলভক্তরা । আর্জেন্টিনার হৃদয় ভেঙ্গে বিশ্বকাপ ফাইনালে গোল তিনিই যে জার্মানিকে এনে দেন চতুর্থ শিরোপা । সেই থেকে জার্মানির মানুষের কাছে গোৎজে ত্রাণকর্তা আর আর্জেন্টিনার সমর্থকদের হতাশার কারণ ত্রিশ বছর বয়সী ফুটবলার ।

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল । আর্জেন্টিনা আর জার্মানির মধ্যে ধুন্ধুমার লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিটে কোন গোল হয় নি । গোলের আশায় জার্মান কোচ জোয়াকিম লো ৮৮ মিনিটে উঠিয়ে নিলেন ৩৬ বছরের অভিজ্ঞ মিরোস্লাভ ক্লোজাকে । মাঠে নামালেন মারিও গোৎজেকে । ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে সেই গোৎজেই দেখালেন চমক । ১১৩ মিনিটে আন্দ্রে শার্লসের ক্রসে দুরন্ত ভলিতে বল জড়ালেন জালে । সেই এক গোলই শেষ পর্যন্ত হয়ে ওঠে শিরোপা নির্ধারক । মাত্র রর বছর বয়সে জার্মানির হয়ে বিশ্বকাপ ফাইনালে গোল করেন তিনি । ভেঙ্গে দেন ১৯৬৬ সালের বিশ্বকাপের ফাইনালে করা উলফগ্যাং উইবারের রেকর্ড । তিনি হয়ে যান বদলী খেলোয়াড় হিসেবে ফাইনালে নেমে গোল করা প্রথম খেলোয়াড় । এছাড়া উলফগ্যাংয়ের গোল স্বত্বেও ১৯৬৬ ফাইনালে জার্মানি হেরে যায় ইংল্যান্ডের কাছে । কিন্তু গোৎজের গোল বিশ্বকাপ এনে দেয় জার্মানিকে । আর গোৎজে হয়ে যান ফাইনালের সেরা খেলোয়াড় ।

বিশ্বকাপের পর কয়েক বছরের মধ্যেই অবশ্য গোৎজে নিজেকে প্রায় হারিয়ে ফেলেন । দেশের হয়ে ৬৩ ম্যাচে ১৩ গোল করা এই ফুটবলার ২০১৭ সালের পর থেকে সুযোগ পাচ্ছেন না জাতীয় দলেও । ছিলেন না ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে । যদিও বর্তমানে তার বয়স মাত্র ত্রিশ বছর । কিন্তু কাতার বিশ্বকাপেও জার্মানি দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তার কম ।

গোৎজে সর্বশেষ দুই মৌসুম খেলেছেন ডাচ দল পিএসভি আইন্দহোভেনে । সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৭ ম্যাচে তার গোলের সংখ্যা ১৮টি । সর্বশেষ মৌসুমে ডাচ লীগে রানার আপ হয়েছে গোৎজের দল । সেই গোৎজে আবার ফিরছেন নিজ দেশের বুন্দেস লিগায় । তাকে দলে ভিড়িয়েছে ফ্রাংকফুর্ট । জানা গেছে , চার মিলিয়ন ইউরোর বাই আউট ক্লজে তাকে নিয়েছেন জার্মান ক্লাবটি ।

২০২২ সালে স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্সকে হারিয়ে উয়েফা ইউরোপা লীগ জিতেছে ফ্রাংকফুর্ট । আগামী মৌসুমে তারা সরাসরি খেলবে চ্যাম্পিয়ন্স লীগে । যদিও সর্বশেষ মৌসুমে বুন্দেস লিগায় ১১তম স্থান পেয়েছিল দলটি । কিন্তু গোৎজের অন্তর্ভুক্তি আগামীতে ফ্রাংকফুর্টকে আরও শক্তিশালী করবে বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ ।

জার্মানিতে গোৎজে খেলেছেন বায়ার্ন মিউনিখ আর বুরুশিয়ার মত বড় দলে । ২০১০-১১ আর ২০১১-১২ মৌসুমে বুরুশিয়াকে টানা দুইটি লীগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি ।

আহাস/ক্রী/০০৪