Download WordPress Themes, Happy Birthday Wishes

মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

মালয়েশিয়ার মেয়েদের বিপক্ষে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ । মালয়েশিয়াকে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে রীতিমত উড়িয়ে দিয়েছে বাঘিনীরা ।

বৃহস্পতিবার (২৩ জুন) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ আর মালয়েশিয়ার নারীদের জাতীয় ফুটবল দল । শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া প্রাধান্য বিস্তার করা বাংলাদেশ ম্যাচটি জিতেছে ৬-০ গোলের বড় ব্যবধানে । বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানেই জিততে পারত গোলাম রব্বানীর ছোটনের দল।

অথচ ম্যাচের শুরুতে কাগজ-কলমে মালয়েশিয়াই ছিল ফেভারিট । কারণ ফিফা র‍্যাংকিং বলছে , বাংলাদেশের অবস্থান ১৪৬ এ। অন্য দিকে মালয়েশিয়া আছে ৮৫তে। অর্থাৎ বাংলাদেশের চেয়ে মালয়েশিয়ার মেয়েরা পুরো ৬১ ধাপ এগিয়ে । কিন্তু র‍্যাংকিং যে স্রেফ একটা কাগুজে হিসেব , সেটা বুঝিয়ে দিয়েছে সাবিনা খাতুন এন্ড কোং ।

ম্যাচের প্রথম মিনিট থেকে মধ্যমাঠের দখল নিয়ে দুই উইং দিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ । মারিয়া মান্ডা , ঋতুপর্নারা জায়গা বানিয়ে বারবার বল দিয়েছেন কৃষ্ণা , সাবিনা আর সিরাত জাহানদের । বাংলাদেশের মহিলা ফুটবলারদের পজিশন সেন্স ছিল চোখে পড়ার মত । বহুদিন ধরে একসাথে অনুশীলন শিবিরে থাকা মেয়েরা যেন একে অন্যকে চেনে আর বুঝে । তাদের মধ্যে গড়ে ওঠা তালমিলে দিশেহারা ছিল অতিথি দলের সদস্যরা ।

ম্যাচের নয় মিনিটেই আঁখি খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ । মারিয়া মান্ডার কর্নার থেকে উড়ে আসা বলের ফ্লাইট মিস করেন প্রতিপক্ষ কিপার । সেই বলে পা লাগিয়ে গোল করেন দীর্ঘদেহী ডিফেন্ডার আঁখি ।

২৬ মিনিটে অসাধারণ গোল করেন সাবিনা । সিরাত জাহান সপ্নার বাড়িয়ে দেয়া থ্রু বক্সের মধ্যে ধরে গোলরক্ষককে ডজ দিয়ে গোলটি করেন আঁখি ।

প্রথমার্ধে আরও দুইবার লক্ষ্যভেদ করে বাংলাদেশ । ৩০ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় আর দলের হয়ে তৃতীয় গোলটি করেন আঁখি । ৪৫ মিনিটে বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে সিরাত জাহান সপ্নার দিকে বল বাড়িয়ে দেন সাবিনা । ফাঁকায় দাঁড়িয়ে সপ্না শুধু বলে পা লাগান ।

ম্যাচের ৬৪ আর ৭৭ মিনিটে একটি করে গোল করে স্কোর লাইনটা আরও বড় করেছেন মণিকা ও কৃষ্ণা।

কিছুদিন আগেই পুরুষদের এশিয়ান গেমস বাছাইয়ে মালয়েশিয়ার কাছে চার গোলে হেরেছে বাংলাদেশ । জামাল ভুঁইয়াদের পক্ষে সেই প্রতিশোধ নিল কিনা সাবিনারা কে জানে ।

আগামী ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। এই ম্যাচেও জয় পেলে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে ফিফা র‍্যাংকিংয়ে ।

আহাস/ক্রী/০০৬