Download WordPress Themes, Happy Birthday Wishes

নাইম শেখ কেন টেস্ট স্কোয়াডে ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

পাকিস্তানের বিপক্ষে নিজ মাটিতে চলমান সিরিজে পরাজয়ের বৃত্ত ভাঙতে পারে নি বাংলাদেশ । তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের পর পাকিস্তানের কাছে টাইগাররা হেরেছে প্রথম টেস্ট । চট্টগ্রামে টেস্ট ম্যাচটি পাঁচদিনে গড়ালেও শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে আট উইকেটের বড় ব্যবধানেই ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় আর শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় । মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ৪ ডিসেম্বর । মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের বিশাল দল ঘোষণা করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ‘বিসিবি’ । ইনজুরির কারণে দলের বাইরে থাকা সাকিব আল হাসান আর তাসকিন আহমেদকে রাখা হয়েছে ঢাকা টেস্টের দলে ।

এছাড়া টেস্ট স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। বাংলাদেশ দলে মুলত সীমিত ওভারের ক্রিকেটার হিসেবেই পরিচিত নাইম শেখ । বিশেষ করে তাকে বিবেচনা করা হয় টি-টুয়েন্টি স্পেশালিস্ট হিসেবে । দেশের হয়ে এখন পর্যন্ত দুইটি ওয়ানডের বিপরীতে তিনি খেলেছেন ৩২টি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ । ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক হয় তাঁর । আর দেশের হয়ে প্রথম ওয়ানডে খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের টপ অর্ডার ছিল পুরো ব্যর্থ । জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের দুই ইনিংসে প্রথম চার ব্যাটসম্যান মিলে সাকুল্যে করেছেন ৬৭ রান । সে কারণে ঢাকা টেস্টে বাংলাদেশের টপ অর্ডারে নিশ্চিতভাবেই পরিবর্তন আসছে । সাকিব দলে ফেরায় সুবিধা হয়েছে । কিন্তু সাইফ হাসানদের উপর ভরসা রাখা কোন কারণ নেই ।

অধিনায়ক মুমিনুল হক চট্টগ্রামের টেস্টের পর বলেছিলেন , নতুনরা না পারলে পুরনোদের উপরেই ভরসা রাখতে হবে । তবে নাইম শেখের সুযোগ পাওয়া আরেকবার নির্বাচকদের নতুনদের উপর আস্থা রাখা প্রমাণ মিলেছে ।

যদিও নাইমের প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র ছয় ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে । লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৪৩টি , এখানে চারটি সেঞ্চুরি থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে কোন শতক নেই তাঁর । আর তাছাড়া গত দুই বছরে শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলে আসা নাইম হঠাৎ করে টেস্ট ক্রিকেটে কেমন করবেন , সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ।

যদিও বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন , অনেকদিন ধরেই নাইম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন । টি-টুয়েন্টি কিংবা ওয়ানডে হলেও সাম্প্রতিক অভিজ্ঞতার কারণে আন্তর্জাতিক মানের বোলারদের মোকাবিলা করা সহজ হবে তার জন্য।

সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেটে অনেকেই ভাল করেছেন । কিন্তু বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের রয়েছে ব্যাপক ফারাক । ব্যাটসম্যানদের মোকাবেলা করতে হয় না আন্তর্জাতিক বোলারদের । তাই তাদের উপরেও নিশ্চিত ভরসা করার উপায় নেই । সেই কারণেই সীমিত ওভারের ক্রিকেটে খেললেও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে নাইম শেখ জায়গা পেয়েছেন টেস্ট দলে । হয়ত বামহাতি এই ব্যাটসম্যান সুযোগ পেয়ে যাবেন ঢাকা টেস্টের একাদশেও । আর সেইক্ষেত্রে নিজেকে প্রমাণের দায়িত্ব নাইম শেখের নিজের ।

আহাস/ক্রী/০০৫