Download WordPress Themes, Happy Birthday Wishes

হেরে গেলো ছন্নছাড়া পিএসজি

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে হেরে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) । নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের নক আউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ।

বুধবার (২৪ নভেম্বর) ইত্তিহাদ মাঠে খেলতে যাওয়া পিএসজি ১-২ গোলে হেরেছে ম্যান সিটির কাছে । দুই দলের প্রথম দেখায় জিতেছিল পিএসজি । এবার নিজেদের মাঠে সেই হারের বদলা নিয়েছে সিটিজেনরা ।

একই দিন গ্রুপের আরেক ম্যাচে জার্মানির আরবি লেইপজিগ ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ক্লাব ব্রুজেকে । তাতে হেরেও এক ম্যাচ বাকী থাকতে সেরা ষোলয় খেলা নিশ্চিত হয়েছে পিএসজিরও ।

পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা ম্যান সিটি । সমান ম্যাচে আট পয়েন্ট পাওয়া পিএসজি গ্রুপের দ্বিতীয় অবস্থানে । শেষ ম্যাচে হারলেও এই দুই দলের অবস্থানে কোন পরিবর্তন হচ্ছে না । অন্যদিকে লেইপজিগ আর ব্রুজে চার পয়েন্ট নিয়ে আছে ইউরোপা কাপে জায়গা পাওয়ার লড়াইয়ে ।

প্রতিপক্ষের মাঠে চলতি চ্যাম্পিয়ন্স লীগ মৌসুমে পিএসজি পারছে না নিজেদের মেলে ধরতে । লিওনেল মেসি , কিলিয়ান এমবাপ্পে আর নেইমার জুনিয়ররা লেইপজিগ আর বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠেও ড্র করেছিল । আর এবার হেরে গেছে ম্যান সিটির মাঠে । অর্থাৎ এখন পর্যন্ত ইউরোপ সেরা আসরে কোন এওয়ে ম্যাচেই জয় পায় নি মৌরিসিও পচেত্তনির দল ।

যদিও ম্যাড়ম্যাড়ে খেলেও ম্যান সিটির বিপক্ষে ৫০ মিনিটে লিড নিয়েছিল পিএসজি । অথচ প্রথমার্ধেই রিয়াদ মাহরেজরা একাধিক গোলের সুযোগ নষ্ট না করলে এগিয়ে যেতে পারত ম্যান সিটিই ।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে অনেকটা ধারার বিরুদ্ধে গোল পেয়ে যায় পিএসজি । আন্দ্রে হেরেরার সাথে ওয়ান টু ওয়ানে খেলা মেসি ক্রস করেন বক্সে । যা প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় এমবাপ্পের কাছে । এই সুযোগ কাজে লাগাতে ভুল করেন নি ফরাসী উইঙ্গার ।

৬৩ মিনিটেই রাহিম স্টারলিংয়ের গোলে সমতা আনে পিএসজি ।

৭৬ মিনিটে বার্নাড সিলভার পাস থেকে গ্যাব্রিয়েল হেসুস গোল করে ম্যান সিটির জয় নিশ্চিত করেন ।

আহাস/ক্রী/০০১