Download WordPress Themes, Happy Birthday Wishes

হকি দল ঘোষণায় কোন চমক নেই

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের খেলা। ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব ম্যাচ । যা শেষ হবে ২২ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে ।

আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে শক্তিশালী ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান ।

রবিবার (২৮ নভেম্বর) চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের জন্য ঘোষণা করা হয়েছে বাংলাদেশের প্রাথমিক দল । বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচিত ২৮ সদস্যের প্রাথমিক দলে নেই কোন চমক । ডাক পাওয়া ১৯ জনেরই রয়েছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা।

এছাড়া বিপ্লব কুজুর, মেহেদী হাসান, মনোজ বাবু, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন, রকিবুল হাসান, রাজীব দাস ও প্রিন্স লাল আগেও জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে এখনো অভিষেক হয়নি।

আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের চেয়ে অন্যরা র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে । ফলে টুর্নামেন্টের স্বাগতিকরা খেলবে আণ্ডারডগ হিসেবে । কিছুদিন আগেই হকি কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহবুব হারুন । চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিকেএসপির উদেষ্টা কোচ মালয়েশিয়ান ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তিকে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) থেকে বিকেএসপিতে আবাসিক অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে করোনা পরীক্ষা হবে সবার।

বাংলাদেশের প্রাথমিক দলঃ

বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, অসীম গোপ, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিতুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মোহাম্মদ মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, মনোজ বাবু, মোহাম্মদ শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বী, হাসান যুবায়ের নিলয়, প্রিন্স লাল, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, মোহাম্মদ আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল হাসান, পুস্কর ক্ষীসা মিমো ও রাজীব দাস।

আহাস/ক্রী/০০৩